বাংলা হান্ট ডেস্কঃ সবাই পশুকে ভালোবাসে। কুকুর, বিড়াল অথবা মুরগী কারোর না কারও বাড়িতে থাকেই। মানুষ যতটা না কোনও পৌষ্যকে ভালোবাসে, তাঁর থেকে অনেক বেশি সেই পৌষ্য মানুষকে ভালোবাসে। কুকুরকে এমনিতেই মানুষের সবথেকে প্রিয় এবং নির্ভরযোগ্য পশু। আরেদিকে, কিছু পশু নিজেদের মধ্যেও ভালোবাসা ছড়িয়ে দেয়। এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে কুকুর আর মোরগরে বন্ধুত্ব দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে।
ভিডিওতে কোটি মোরগ আর তিনটি কুকুরকে দেখা যাচ্ছে। উঁচু টেবিলে খাবার রাখা আছে, যেখানে পৌঁছান কুকুরের সাধ্য নয়। এরপর কুকুর মোরগের পিঠে উঠে সেই খাবার খায়। কুকুরটি যখন মোরগের পিঠে উঠে খাবার খাচ্ছিল, তখন মোরগটি চুপচাপ বসে ছিল। এই ভিডিও দেখে সবাই দুটি পশুর মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্ককে স্যালুট জানাচ্ছে।
এই ভিডিওটি IFS অফিসার সুশান্ত নন্দা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন। উনি ভিডিও শেয়ার করে লেখেন, ‘The secret is to gang up on the problem, rather than against each other.” (একে অপরের গোপন সমস্যা না রেখে সমস্যা মোকাবেলার জন্য একটি গ্যাং তৈরি করা উচিত)।
The secret is to gang up on the problem, rather than against each other.
Source: Animal life pic.twitter.com/lhxCW7yBDZ— Susanta Nanda (@susantananda3) January 28, 2021
মোরগ আর কুকুরের বন্ধুত্বের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। এখনো পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছে। আর এক হাজারেরও বেশি মানুষ ভিডিওটিকে লাইক করেছে।