লাল বেনারসী-গয়নায় সাজবেন ইমন, বিয়ের সাজের সঙ্গে ভাইরাল গায়ে হলুদের ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: আর বাকি মাত্র কয়েক ঘন্টা। আজই সামাজিক ভাবে বিবাহ (wedding) বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইমন চক্রবর্তী (iman chakraborty) ও নীলাঞ্জন ঘোষ (nilanjan ghosh)। রবিবারই সেরে ফেলেছেন আইনি বিয়ের পাট। আজ সন্ধ‍্যায় একেবারে বাঙালি রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইমন নীলাঞ্জন। তার আগে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হল গায়ে হলুদের ভিডিও (video)।

সকাল থেকেই সাজো সাজো রব ইমন নীলাঞ্জনকে ঘিরে। গতকাল মেহেন্দি সেরেমনির পর আজ সকালে একসঙ্গেই হয়েছে দুজনের গায়ে হলুদ পর্ব। সেই ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। এদিন হলুদ পাড় সাদা শাড়িতে সাজেন ইমন। সঙ্গে হালকা সোনার গয়না। অপরদিকে নীলাঞ্জনকে দেখা যায় সাদার উপর হলুদ কাজ করা পাঞ্জাবিতে। রীতিমতো হই হুল্লোড় করে গায়ে হলুদ হয় ইমন নীলাঞ্জনের।

Screenshot 2021 02 02 16 26 24 122 com.instagram.android
সেই ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন ইমন। পাশাপাশি আরো একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে তাঁকে শুয়ে বিশ্রাম নিতে দেখা যাচ্ছে। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘যুদ্ধ শুরুর আগে একটু বিশ্রাম নিচ্ছি’। এদিন বিয়ের সাজের এক ঝলকও নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন ইমন‌।

https://www.instagram.com/p/CKyVQkFg4LB/?igshid=bseikxqjx8up

https://www.instagram.com/p/CKxu1V7guh3/?igshid=e4h1tp9ycr3m

https://www.instagram.com/p/CKwjRmhg0y3/?igshid=1v864lskz45ml

পুজোর মধ‍্যেই সব জল্পনা কল্পনা সত‍্যি করে এনগেজমেন্ট সেরে ফেলেন ইমন। জাঁকজমক করে বিয়ের পরেই নীলাঞ্জনের সঙ্গে গুছিয়ে সংসার পাতবেন তিনি। একই দিনে হবে বিয়ে ও রিসেপশন। একেবারে বাঙালি সাজেই সাজবেন ইমন নীলাঞ্জন। টুকটুকে লাল বেনারসী ও ভারী সোনার গয়নায় সাজতে চলেছেন ইমন।

https://www.instagram.com/p/CKyHxxFhJe7/?igshid=1o9ezqcaqan1n

https://www.instagram.com/p/CKyWWmwhU6Z/?igshid=1n97b621x7vxj

https://www.instagram.com/p/CKyWzFfh5A2/?igshid=16tqrgw79rj6y

গত রবিবার রেজিস্ট্রি বিয়ে সারেন গায়িকা। এদিনের ঘরোয়া অনুষ্ঠানে কমলা রঙের শাড়ি ও গয়নায় সেজেছিলেন ইমন। পাশে সাদা পাজামা পাঞ্জাবিতে দেখা গেল নীলাঞ্জনকে। প্রাণখোলা হাসিতে ক‍্যামেরাবন্দি হন দুজনে। মালাবদলের দৃশ‍্যও ক‍্যামেরাবন্দি হয়। সেই সব ছবি ইমনের ফ‍্যানপেজ থেকেও শেয়ার করা হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

সম্প্রতি ব‍্যাচেলর পার্টিতে মাততে দেখা যায় ইমনকে।ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে চুটিয়ে আনন্দ করতে দেখা যায় তাঁকে। কালো পোশাক ও মাথায় গোলাপি হেয়ার ব‍্যান্ড পরে এদিন পার্টি মাত করেন ইমন। হাজির ছিল পার্টির থিমের সঙ্গে ম‍্যাচ করে দু দুটি কেকও। ভাইরাল সেই সব ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর