বাংলাহান্ট ডেস্ক: কৃষক আন্দোলন (farmers protest) নিয়ে মুখ খুলতে অবশেষে বাধ্য হলেন অক্ষয় কুমার (akshay kumar), করণ জোহর (karan johar), অজয় দেবগণরা। এর আগে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মতামত প্রকাশ করলেও কৃষক আন্দোলনের বিষয়ে আশ্চর্যজনক ভাবে মুখে কুলুপ এঁটেছিলেন অক্ষয় করণরা। কিন্তু এবার ভারতের কৃষক আন্দোলন উঠে এসেছে আন্তর্জাতিক আলোচনার স্তরে।
অতি সম্প্রতি ভারতে কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছেন মার্কিন গায়িকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফারা। ভারত সরকারের সমালোচনা করে কৃষক আন্দোলনকে সমর্থনই করেছেন তাঁরা। এবার সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে মুখ খুললেন অক্ষয় করণরা।
কেন্দ্রীয় সরকারের হয়েই এর আগে কথা বলতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। এবারেও তার অন্যথা হল না। টুইটে খিলাড়ি কুমার লেখেন, ‘আমাদের দেশের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ হল কৃষকেরা। তাদের সমস্যা সমাধানে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে স্পষ্ট। বিভেদ সৃষ্টিকারী মানুষদের প্রতি মনোযোগ দেওয়ার থেকে একটা বন্ধুত্বপূর্ণ সমাধানের কথা ভাবা যাক।’
https://twitter.com/akshaykumar/status/1356884526815842304?s=19
টুইট করেছেন করণ জোহরও তিনি লিখেছেন, ‘আমরা কঠিন সময়ে বাস করছি। এই সময় প্রতি মোড়ে চাই বিচক্ষণতা ও ধৈর্য। আমরা সকলে মিলে সবার জন্য সমাধান খুঁজে বার করার চেষ্টা করি। আমাদেল কৃষকেরা আমাদের মেরুদণ্ড। কাউকে আমাদের মধ্যে বিভেদ করতে দেবেন না।’
https://twitter.com/karanjohar/status/1356897467850059780?s=19
কেন্দ্রীয় সরকারের হয়ে সুর তুলতে দেখা গিয়েছে অজয় দেবগণ ও সুনীল শেট্টিকেও। ভারতের বিরোধী ‘প্রোপাগান্ডা’কে বিশ্বাস না করার আবেদন জানিয়েছেন অজয় দেবগণ। অপরদিকে সুনীল শেট্টি লিখেছেন, যেকোনো বিষয় নিয়েই বিশ্লেষিত ভাবনা চিন্তার প্রয়োজন। কারণ অর্ধসত্যর থেকে ভয়ঙ্কর আর কিছুই নেই।
https://twitter.com/ajaydevgn/status/1356892548837502977?s=19
We must always take a comprehensive view of things, as there is nothing more dangerous than half truth. #IndiaTogether #IndiaAgainstPropaganda @hiteshjain33 https://t.co/7rNZ683ZAU
— Suniel Shetty (@SunielVShetty) February 3, 2021
এর আগে দিল্লি বর্ডারে কৃষক আন্দোলনের স্থানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া নিয়ে টুইট করেন রিহানা। এই সংক্রান্ত একটি খবরের আর্টিকেল রিটুইট করে তিনি লেখেন, ‘এই বিষয়ে আমরা কথা বলছি না কেন?’ রিহানার এই টুইট ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। টুইটারেও ট্রেন্ড করতে থাকেন তিনি।
টুইট করে কৃষকদের সমর্থনের কথা জানিয়েছেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফাও। ভারতে কৃষক আন্দোলনের একটি ছবি টুইট করেন মিয়া। প্ল্যাকার্ড হাতে আন্দোলনকারী এক মহিলার ছবি টুইট করে তিনি লেখেন, ‘মানবাধিকার লঙ্ঘন করে এটা কি চলছে?! নয়া দিল্লির আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে?!’
আরো একটি টুইট করেন মিয়া। তিনি লেখেন, ‘পেইড অভিনেতা তাই না? কাস্টিং ডিরেক্টর বেশ ভাল। আশা করি পুরস্কার বিতরণের সময় এদের অবহেলা করা হবে না। আমি কৃষকদের পাশে আছি।’ তবে এই তারকাদের পরোক্ষে সমালোচনা করে সরব হয়েছে বিদেশমন্ত্রক। সংবেদনশীল বিষয় নিয়ে না জেনেই মন্তব্য করা উচিত নয়, এমনি বলা হয়েছে টুইটে।