অ্যাকশন মুডে মোদী সরকার, কড়া হুঁশিয়ারি দিয়ে নোটিশ জারি ট্যুইটারকে

বাংলাহান্ট ডেস্কঃ ট্যুইটার (twitter) কর্তৃপক্ষকে কড়া বার্তা মোদী সরকারের (modi government)। কৃষক আন্দোলন, কৃষক গণহত্যা সংক্রান্ত যাবতীয় ট্যুইট বা হ্যাশট্যাগ, অ্যাকাউন্ট অবিলম্বে সরিয়ে নিতে বলা হয় ট্যুইটার কর্তৃপক্ষকে। নাহলে পরবর্তীতে সরকার বড় পদক্ষেপ নিতে বাধ্য হবে।

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের বিক্ষোভ প্রদর্শন এবং গণহত্যায় উস্কানি দিয়ে বেশ কয়েকটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ‘হ্যাশট্যাগ মোদি প্ল্যানিং ফার্মার জেনোসাইড’ লিখে হিংসা ছড়ানো হচ্ছিল। যা সম্পূর্ণ ভুল ছিল, আর সমাজে উত্তেজনা ছড়ানোই তাদের উদ্দেশ্য ছিল। কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেইসব ট্যুইটার অ্যাকাউন্টগুলকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল।

twitter 1 1607076729

সেগুলোকে প্রথমটায় ব্লক করলেও পরবর্তীতে আবারও আনব্লক করে দেয় ট্যুইটার কর্তৃপক্ষ। সরকারের নির্দেশ অমান্য করে অ্যাকাউন্টগুলো আনব্লক করায় কড়া মুডে অ্যাকশন নিয়ে ট্যুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে নোটিশ জারি করে মোদী সরকার।

কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা নোটিশে লেখা হয়, ট্যুইটার কর্তৃপক্ষের কোনও সাংবিধানিক, বিধিবদ্ধ বা আইনি অধিকার নেই, যে তারা সাংবিধানিক নীতি সহ বিধিবদ্ধ আইনের বিষয়ে মন্তব্য করবে। ভারতীয় সংবিধান বা ভারতের বিধিবদ্ধ আইন সম্পর্কে ট্যুইটার কর্তৃপক্ষ যতটুকু জানতে পেরছে, তার উপর নির্ভর করে কোন সিদ্ধান্ত নিতে পারে না’।

dc Cover g62a00judaqipmcdrefeo7iod4 20161118204141.Medi

নোটিশে আরও বলা হয়, ‘সম্প্রতিদিনে ট্যুইটারে হ্যাশট্যাগ গণহত্যার যে সরকার বিরোধী ট্রেন্ড দেখা দিয়েছে, সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার খাতিরে কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য ট্যুইটার কর্তৃপক্ষ। জনগণের স্বার্থে ওই সকল অ্যাকাউন্ট অবশ্যই বন্ধ রাখা প্রয়োজন’।

প্রসঙ্গত জানিয়ে রাখি, কেন্দ্রের প্রস্তাবিত ৩ টি কৃষি বিল নিয়ে দিল্লী সীমান্তে বিগত প্রায় ৩ মাস ধরে আন্দোলনে সামিল রয়েছে কৃষক সংগঠন। কোন বৈঠকের মাধ্যমেই কৃষক এবং কেন্দ্রের মধ্যে মীমাংসা করা সম্ভব হচ্ছে না।


Smita Hari

সম্পর্কিত খবর