রোহিত শর্মার টুইট দেখে রেগে উঠলেন কঙ্গনা, করলেন কড়া ভাষায় আক্রমণ

Published On:

এখন ইন্টারনেট জগতে সবথেকে আলোচ্য বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছে তা কৃষক আন্দোলন। একদিকে রিহানা, মিয়া খলিফা, গ্রেটা মতো লোকজন ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাতে শুরু করেছে। অন্যদিকে লতা মঙ্গেশকর, শচীন টেন্ডুলকরের মতো ব্যাক্তিরা বিদেশী শক্তির বিরুদ্ধে ভারতীয়দের এক হওয়ার আহ্বান জানিয়েছেন। বলিউডের অনেকে বিদেশী প্রোপাগান্ডার বিরুদ্ধে মুখ খুলেছেন। বলিউডে থেকে এখন যিনি সবথেকে বেশি মুখর হয়ে উঠেছেন কঙ্গনা রানাউত।

রিহানা ও দিলজিতের বিরুদ্ধে আগেই ফুঁসে উঠেছিলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। এবার ক্রিকেটার রোহিত শর্মাকে একহাত নিলেন তিনি। রোহিত শর্মা টুইটে লিখেছিলেন, ‘আমরা সকলে একত্র হলেই ভারত শক্তিশালী হয় এবং এই মুহূর্তে একটা সমাধান খোঁজাই সবথেকে বেশি দরকার। দেশের হিতের জন‍্য কৃষকেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি সমস‍্যার সমাধানে সবাই নিজের দায়িত্ব পালন করবে।’

তবে রোহিতের টুইট খুব একটা মনে ধরেনি কঙ্গনার। পালটা তোপ দেগে তিনি মন্তব‍্য করেছেন, নিজেদের ভালর জন‍্য যে আইন তার বিরুদ্ধে কৃষকেরা যাবে কেন? সন্ত্রাসবাদীরাই যত গন্ডগোল পাকাচ্ছে। সেটা বলতে এত ভয় কেন? প্রশ্ন তুলেছেন কঙ্গনা। কঙ্গনা ক্রিকেটারদের কটাক্ষ করে লেখেন, সব ক্রিকেটারদের মনে হচ্ছে , ‘ধোবিকা কুত্তা না ঘর কা, না ঘাট কা।’

অবশ্য অনেকে রোহিত শর্মার বিরুদ্ধে এমন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে কৃষক আন্দোলন নিয়ে মুখ খোলায় আগেই সোশ‍্যাল মিডিয়ায় রিহানাকে তুলোধনা করেছেন অভিনেত্রী। তাঁকে ‘পর্ন গায়িকা’ বলে কুৎসিত আক্রমণ শানান তিনি। অভিনেত্রী মন্তব‍্য করেন, রিহানা সুনিধী চৌহান ও নেহা কক্করের মতোই একজন গায়িকা। শুধু তিনি গান গাওয়ার সময় অশ্লীল অঙ্গভঙ্গি করেন ও ক‍্যামেরার সামনেই গোপনাঙ্গ প্রদর্শন করেন। এছাড়া আর বিশেষ কিছুই নেই রিহানার মধ‍্যে।

X