কৃষক আন্দোলন নিয়ে উদ্বিগ্ন কপিল দেব, টুইট করে দিলেন সমাধানের বার্তা

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন কৃষি বিল আইন আনা হয়েছে। আর তারপর থেকেই নতুন কৃষি আইন নিয়ে চলছে নানা টাল মাহাল। দেশের অনেক কৃষকের এই নতুন কৃষি আইন পছন্দ হয়নি যার জেরে গত দুই মাস ধরে দিল্লি সীমান্তে লাগাতার অনশন, আন্দোলন করে চলেছেন পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশের কয়েক হাজার কৃষক। এবার কৃষি আইন নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ জয়ী প্রথম ভারত অধিনায়ক কপিল দেব। তবে তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব অবশ্য কারুর পক্ষে কিংবা বিপক্ষে কিছু বলেননি। তবে তিনি নেট মাধ্যমে দ্বন্দ্ব কথাটি উল্লেখ করেছেন।

কৃষি আইন প্রসঙ্গে মুখ খুলে কপিল দেব টুইটে লিখেছেন, ” আমি দেশকে খুবই ভালোবাসি। আশাকরি কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের মধ্যে যে দ্বন্দ্ব চলে আসছে সেটা দ্রুত সমাধান হবে। বিশেষজ্ঞরা এই সমস্যার সমাধান করার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর একটা কথা মনে রাখা উচিত, দেশ কিন্তু সবার আগে।”
অর্থাৎ কপিল দেব মনে করেন এই সমস্যা খুব দ্রুত মিটে যাবে।

https://twitter.com/therealkapildev/status/1357331786360102914?s=20

এছাড়াও ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলি সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে ছিলেন, কৃষক আন্দোলনের আঁচ পড়েছে ভারতীয় দলের ড্রেসিংরুমেও। তবে এই প্রসঙ্গে বিস্তারিত কিছু বলেননি তিনি, শুধু জানিয়েছেন আমাদের ড্রেসিংরুমেও এই নিয়ে আলোচনা হয়েছে সকলে নিজের নিজের মতামত জানিয়েছেন, আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।”

Udayan Biswas

সম্পর্কিত খবর