দুঃস্বপ্ন কাটিয়ে ধীরে ধীরে ঠিক হচ্ছেন, ক‍্যামেরার সামনে হাসিমুখে বললেন রিয়া চক্রবর্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছর অধিকাংশ সময়টা যেন দুঃস্বপ্নের মধ‍্যে কেটেছে রিয়া চক্রবর্তীর (rhea chakraborty)। সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) আকস্মিক রহস‍্যজনক মৃত‍্যু ও সেই মৃত‍্যু মামলায় মূল দোষীর তকমা পাওয়া কয়েক মাসের মধ‍্যে যেন রিয়ার জীবন পালটে দেয়। মাদক মামলায় জেলের ঘানিও টানতে হয়েছিল তাঁকে।

জামিন পাওয়ার পরেও দীর্ঘদিন কোনো খোঁজখবর পাওয়া যায়নি রিয়ার। লোকসমাজের চক্ষু থেকে নিজেকে এক রকম আড়ালই করে রেখেছিলেন তিনি। তবে ধীরে ধীরে পুরনো ভয় কাটিয়ে নতুন বছরে নতুন শুরুর দিকে এগিয়ে চলেছেন রিয়া। নতুন বাড়ি খোঁজা থেকে পার্টিতে যোগ দেওয়া, ধীরে ধীরে ফের ডানা মেলছেন তিনি।


সম্প্রতি জিম থেকে বেরোনোর সময় পাপারাৎজির ক‍্যামেরার মুখে পড়েন রিয়া। মুখে হাসি নিয়েই তাদের সামনে আসেন তিনি। পাপারাৎজির ‘কেমন আছেন?’ এর উত্তরে রিয়া বলেন, ঠিক হওয়ার চেষ্টা করছেন তিনি।

https://www.instagram.com/p/CK53z6pjJ2a/?igshid=a1oo6i3h6w43

এর আগেও একটি জিমের বাইরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন রিয়া। এই জিমেই এক সময় সুশান্তের সঙ্গে আসতেন তিনি। বহুবার দুজনে একসঙ্গে ক‍্যামেরাবন্দি হয়েছেন এই জিমের বাইরে।

এবার এখানে একাই নিজের ভাই শৌভিককে নিয়ে আসেন রিয়া। এদিন গোলাপি টপ ও কালো ট্র‍্যাক প‍্যান্টে দেখা যায় তাঁকে। সোশ‍্যাল মিডিয়ায় রিয়ার ছবি পোস্ট হতেই তুমুল ভাইরাল হতে শুরু করে। নেটিজেনরা ফের তুলোধনা শুরু করেন রিয়াকে। তাঁকে ‘হৃদয়হীন’ বলেও কটাক্ষ করেন অনেকে।

প্রসঙ্গত, ফের বলিউডে ‘কামব‍্যাক’ করতে চলেছেন রিয়া। তাও আবার সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র সম্প্রচারকারী OTT প্ল‍্যাটফর্মের মাধ‍্যমেই। রিয়ার আগামী ছবি ‘চেহরে’ মুক্তি পেতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, রিয়ার আগামী ছবিতে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমিকেও দেখা যাবে। রিয়া বিতর্কের পর ছয় মাস কেটে যাওয়ায় এখন এই ছবির মুক্তি নিয়ে মরিয়া হয়ে উঠেছেন নির্মাতারা। জানা গিয়েছে, OTT প্ল‍্যাটফর্মে ছবি মুক্তির সম্মতি আদায়ের জন‍্য মোটা টাকাও নির্মাতাদের দিয়েছে ডিজনি প্লাস হটস্টার। রিয়াকে ঘিরে যে চরম বিতর্ক তৈরি হয়েছিল তার ফায়দাই যে এখন লুটতে চাইছেন সকলে তা বলাই বাহুল‍্য।

ছবির এক সূত্র মারফত খবর, ‘চেহরে’তে অমিতাভ ও ইমরানের মতো নাম রয়েছে। উপরন্তু রিয়া সংক্রান্ত যেকোনো খবরই গত কয়েক মাস ধরে লাইমলাইটে থাকছে। সুতরাং একথা কঠোর হলেও সত‍্যি যে সুশান্তের মৃত‍্যুকে কেন্দ্র করে রিয়ার বিতর্কটা হাতিয়ার করেই মুনাফা লুটতে চাইছে ছবির নির্মাতা থেকে শুরু করে OTT প্ল‍্যাটফর্মের কর্মকর্তারা।

সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পায় ডিজনি প্লাস হটস্টারে। মুক্তি পেতেই সমস্ত রেকর্ড নিমেষের মধ‍্যে ভেঙে দিয়েছিল এই ছবি। এবার সেই একই প্ল‍্যাটফর্মে মুক্তি পেতে চলেছে রিয়ার ছবিও। ফিল্ম বিশেষজ্ঞদের বক্তব‍্য, রিয়া থাকার জন‍্যই বিভিন্ন কারণে মানুষ এই ছবি নিশ্চয়ই দেখবে। এখন অপেক্ষা শুধু ছবির মুক্তির তারিখ ঘোষনার।

X