শীতের মাঝেই বৃষ্টির ইঙ্গিত, নতুন সপ্তাহেই নামবে তাপমাত্রার পারদ- বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (weather office)। তাপমাত্রার পারদ সামান্য উঠতেই, বৃষ্টির পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার আগমনের কারণে তাপমাত্রার পারদ সামান্য উর্দ্ধগামী হলেও, আজ এবং আগামীকাল রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা।

শনিবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও, রাতের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি রবিবারও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তারপরই আবারও সোমবার থেকে কয়েকদিনের জন্য তাপমাত্রা কমতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। আবারও নামবে তাপমাত্রার পারদ।

hbbknkjn

আজকের আবহাওয়া
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে একবার বা দু’বার সংক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আজ এবং আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তারপর আবারও নামবে তাপমাত্রা, টের পাওয়া যাবে কনকনে ঠাণ্ডার অনুভূতি। আবহাওয়াবিদদের নির্দেশ, এখনই বঙ্গবাসীর লেপ -কম্বল তুলে রাখার কোন প্রয়োজন নেই। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ পার করেও যেতে পারে এই শীতের আমেজ।

204862 ag

রয়েছে বৃষ্টির পূর্বাভাস
আগামী ৭ ই ফেব্রুয়ারী বাংলার উত্তরের এবং দক্ষিণের বেশকিছু জায়গায় রয়েছে আগাম বৃষ্টির পূর্বাভাস। উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণের কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আবার সোমবার থেকে নামতে পারে তাপমাত্রার পারদ, চলতে পারে ১০ ই ফেব্রুয়ারী অবধি।


Smita Hari

সম্পর্কিত খবর