ব্যাথায় কাবু হয়ে মাঠেই শুয়ে পড়লেন রুট, ‘Spirit of cricket’- এর উদাহরন দিলেন বিরাট, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান ক্রিকেট বিশ্বে যে চারজন ক্রিকেটারকে ফ্যাব ফোর হিসেবে ধরা হয় তারা হলেন বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট এবং স্টিভ স্মিথ। এই চারজনের মধ্যে অনবরত লড়াই চলছে কে হবেন সেরার সেরা? তবে ক্রিকেট ভক্তদের কাছে একটি বিশেষ মুহূর্ত কারণ এই চারজনের মধ্যে দুজনকে অর্থাৎ বিরাট কোহলি এবং জো রুটকে একই সাথে মাঠে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখতে পাচ্ছে ক্রিকেট ভক্তরা।

ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচে চেন্নাইয়ে দুর্দান্ত ছন্দে ব্যাটিং করে চলেছেন জো রুট। নিজের 100 তম ম্যাচে ইতিমধ্যে দেড়শো রানের গন্ডি ছাড়িয়ে গিয়েছে রুট এবার তিনি দৌড়ে চলেছেন 200 রানের দিকে। এই দিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক রুট। 63 রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গেলেও একা হাতে দলকে টেনে নিয়ে যান অধিনায়ক রুট। প্রথম দিনের বেশিরভাগ সময় তিনিই ব্যাটিং করলেন এবং ভারতীয় বোলারদের দুর্দান্তভাবে মোকাবিলা করলেন।

https://twitter.com/BCCI/status/1357650727460474880?s=20

তবে দীর্ঘক্ষন ব্যাটিং করার জন্য পায়ের পেশিতে কিছুটা টান ধরে জো রুটের। পেশির ব্যথায় কাবু হয়ে মাঠের মধ্যে শুয়ে পড়েন জো রুট। সেই সময় হঠাৎই ইংল্যান্ড ক্রিকেট দলের ফিজিওর ভূমিকায় দেখা যায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। তিনি জো রুটের ব্যথা কমাতে সাহায্য করেন। আর এই দৃশ্য দেখার পরে অনেকেই বিরাট কোহলির প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর