বাংলা হান্ট ডেস্কঃ আজ মালদার ফোয়াড়া মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন জেপি নাড্ডা। আরেকদিকে, জেপি নাড্ডার মালদা সফরের দিনেই কৃষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের কর্মসূচি নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সকাল ১১ টায় মালদায় গান্ধী মূর্তির পাদদেশে নীরব প্রতিবাদ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে।
In Malda, BJP National President Shri @JPNadda's Krishok Surokkha Abhijan turned into a sea of people.
These people of Bengal will overthrow Mamata’s government. pic.twitter.com/fyb10aGWuj
— BJP Bengal (@BJP4Bengal) February 6, 2021
রথযাত্রার সূচনার আগে আজ মালদার সাহাপুরের মাঠে কৃষকদের সঙ্গে সহভোজ করেন জেপি নাড্ডা। কৃষকদের সঙ্গে বসে খিচুড়ি খান তিনি। এর আগের সফরে তিনি কৃষকদের বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সেরেছিলেন। তবে এবার বাড়িতে নয়, এবার একসাথে ২ হাজার কৃষকদের সঙ্গে বসে খিচুড়ি খান তিনি। খিচুড়ি কেমন লাগল? জিজ্ঞাসা করাতে নাড্ডা বললেন খুব ভালো। কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথা শুনলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
A huge wave of people in the road show of @JPNadda Ji in Malda today!
This shows the massive support for BJP in Bengal! #PoribortonYatra pic.twitter.com/X3gJP9uxcR— BJP Bengal (@BJP4Bengal) February 6, 2021
মালদার ইংরেজবাজার থেকে অজস্র বিজেপির কর্মীদের নিয়ে শুরু হয় নাড্ডার রোড শো। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘বাংলার মানুষ এবার পিসি-ভাইপোকে টাটা করে দেবে। মানুষের জনমত তৈরি হয়ে গিয়েছে।”
মালদার রোড শো শেষ করে হেলিকপ্টারে করে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন জেপি নাড্ডা। শ্রী চৈতন্য দেবের জন্মস্থান থেকে আজ বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন জেপি নাড্ডা।