বাংলাহান্ট ডেস্ক: ভারতের কৃষক আন্দোলন (farmers protest) নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল ক্রমশ বাড়ছে। একের পর এক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাও সরব হচ্ছেন আন্দোলনকারী কৃষকদের সপক্ষে। মার্কিন পপস্টার রিহানা (rihanna) ও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের (greta thunberg) পর এবার অস্কার জয়ী মার্কিন অভিনেত্রী সুজান স্যারান্ডনও (susan sarandon) সমর্থন জানালেন কৃষক আন্দোলনকে।
টুইটারে একটি মার্কিন সংবাদ মাধ্যমের কৃষক আন্দোলন সংক্রান্ত প্রতিবেদন শেয়ার করে তিনি লেখেন, ‘একতার সঙ্গে দাঁড়াচ্ছি ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে। তারা কে ও কেনই বা আন্দোলন করছে তা পড়ুন।’
এর আগে ভারতে কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছেন মার্কিন গায়িকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফারা। ভারত সরকারের সমালোচনা করে কৃষক আন্দোলনকে সমর্থনই করেছেন তাঁরা।
Standing in solidarity with the #FarmersProtest in India. Read about who they are and why they’re protesting below. https://t.co/yWtEkqQynF
— Susan Sarandon (@SusanSarandon) February 5, 2021
দিল্লি বর্ডারে কৃষক আন্দোলনের স্থানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া নিয়ে টুইট করেন রিহানা। এই সংক্রান্ত একটি খবরের আর্টিকেল রিটুইট করে তিনি লেখেন, ‘এই বিষয়ে আমরা কথা বলছি না কেন?’ রিহানার এই টুইট ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। টুইটারেও ট্রেন্ড করতে থাকেন তিনি।
টুইট করে কৃষকদের সমর্থনের কথা জানিয়েছেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফাও। ভারতে কৃষক আন্দোলনের একটি ছবি টুইট করেন মিয়া। প্ল্যাকার্ড হাতে আন্দোলনকারী এক মহিলার ছবি টুইট করে তিনি লেখেন, ‘মানবাধিকার লঙ্ঘন করে এটা কি চলছে?! নয়া দিল্লির আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে?!’
আরো একটি টুইট করেন মিয়া। তিনি লেখেন, ‘পেইড অভিনেতা তাই না? কাস্টিং ডিরেক্টর বেশ ভাল। আশা করি পুরস্কার বিতরণের সময় এদের অবহেলা করা হবে না। আমি কৃষকদের পাশে আছি।’ তবে এই তারকাদের পরোক্ষে সমালোচনা করে সরব হয়েছে বিদেশমন্ত্রক। সংবেদনশীল বিষয় নিয়ে না জেনেই মন্তব্য করা উচিত নয়, এমনি বলা হয়েছে টুইটে।
পরিবেশকর্মী গ্রেটার বিরুদ্ধে FIR ও দায়ের করে দিল্লি পুলিস। এই কাজের জন্য তুমুল ট্রোল হতেই দিল্লি পুলিস সাফাই দেয় FIR এ কারোর নাম নেওয়া হয়নি। দিল্লির রাস্তায় গ্রেটা, মিয়াদের কুশপুতুলও পোড়ানো হয়। তারপরেও কৃষকদের সমর্থন করা ছাড়েননি গ্রেটা থুনবার্গ।