হলিউড অভিনেত্রী সুসান সারডন করলেন কৃষকদের সমর্থন, বললেন বাক স্বাধীনতা বিপদে

Published On:

হলিউড অভিনেত্রী সুসান সারডন (Susan Sarandon) কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। ভারতীয় নেতাদের আক্রমন করে উনি বলেছেন, তাদের মনে রাখা উচিত যে পুরো বিশ্ব তাদের দেখছে। শনিবার দিন টুইট করে অভিনেত্রী কৃষক আন্দোলন ইস্যুতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ান।

উনি সংবাদ মাধ্যমের এক রিপোর্টে শেয়ার করে তার শিরোনামে লেখেন, কৃষক প্রদর্শনের কারন বলার বাক স্বাধীনতার বিপদে। কর্পোরেটিভ লোভ এবং শোষণের কোনো সীমা নেই। এটা শুধু আমেরিকা নয় বরং পুরো বিশ্বজুড়ে হচ্ছে। দুর্বল মানুষজনদের চুপ করিয়া রাখার চেষ্টা হচ্ছে। ভারতীয় নেতাদের আমাদের বলা উচিত যে পুরো বিশ্ব তাদের দেখছে এবং আমরা কৃষকদের পাশে দাঁড়িয়ে আছি।

Farmers in Uttar Pradesh end agitation after talking to Rajnath Singh

এর আগে ৭৪ বর্ষীয় অভিনেত্রী দ্যা নিউ ওয়ার্ক টাইমস এর টুইট শেয়ার করে লিখেন, ভারতে কেন কৃষক আন্দোলন হচ্ছে? সারডন লিখেন, পড়ুন কারা তারা যারা বিরোধ প্রদর্শন করছে। এর আগে পপ স্টার রিহানা এবং প্রাক্তন পর্ন স্টার মিয়া খলিফা কৃষকদের সমর্থনে পোস্ট করেছিলেন। যা নিয়ে বিতর্ক এখনও চলছে।

এর আগেই কৃষক আন্দোলনকে সমর্থন করে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মিয়া। নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি ভিডিও (video) শেয়ার করেছেন মিয়া। সেখানে শিঙারা, গুলাব জামুন সহ ভারতীয় খাবার খেতে দেখা যাচ্ছে তাঁকে। ক‍্যাপশনে অসাধারন খাবারের জন‍্য ধন‍্যবাদও জানিয়েছেন তিনি। মিয়ার এই টুইট ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

এর আগে ভারতে কৃষক আন্দোলনের একটি ছবি টুইট করেন মিয়া। প্ল‍্যাকার্ড হাতে আন্দোলনকারী এক মহিলার ছবি টুইট করে তিনি লেখেন, ‘মানবাধিকার লঙ্ঘন করে এটা কি চলছে?! নয়া দিল্লির আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে?!’ আরো একটি টুইট করেছেন মিয়া। তিনি লেখেন, ‘পেইড অভিনেতা তাই না? কাস্টিং ডিরেক্টর বেশ ভাল। আশা করি পুরস্কার বিতরণের সময় এদের অবহেলা করা হবে না। আমি কৃষকদের পাশে আছি।’

X