ইমরান খানের রাজত্বকালে পাক নাগরিকদের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়াল প্রায় ২ লক্ষ টাকা

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী ইমরান খানের (imran khan) রাজত্বকালে পাকিস্তানের (pakistan) অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। ক্রমশ ঋণের সমুদ্রে তলিয়ে যাওয়া পাকিস্তান, কোনভাবেই পাড়ে ওঠার পথ পাচ্ছে না। এরই মধ্যে পাকিস্তান থেকে আবার এক শোচনীয় রিপোর্ট প্রকাশ পেয়েছে, যা দেখে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে প্রতিটি পাকিস্তানবাসীর।

নিজের দেশকে সামলাতে অক্ষম ইমরান খান আবার অন্যদেশের বিষয়ে টিপ্পুনি করতেও দুবার ভাবে না। কিন্তু এখন দেখা সেই ইমরান খানের দেশ পাকিস্তানের প্রতি নাগরিকের মাথায় প্রায় ২ লক্ষ টাকা করে ঋণের বোঝা রয়েছে।

imran khan reuters

সংসদে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন যে, পাকিস্তানের প্রতিটি নাগরিকের মাথায় এখন ১ লক্ষ ৭৫ হাজার টাকার ঋণ রয়েছে। আরও জানা গিয়েছে, গত ১০ বছরের মধ্যে পাকিস্তানের উন্নতিতে এবছর সরকার সবথেকে কম খরচ করেছে।

রিপোর্ট বলছে, ২০১৮ সালের জুন মাস অবধি পাকিস্তানের মোট ঋণ ছিল ২৪.৯ ট্রিলিয়ন। তখন প্রতি ব্যক্তি পিছু ঋণের পরিমাণ ছিল ১ লক্ষ ২০ হাজার ৯৯ টাকা। আর এই ঋণের পরিমাণ ইমরান সরকার আসতেই ১৮ শতাংশ বেড়ে যায়। আশঙ্কা করা হচ্ছে, আগামী বছর আরও ১৪ শতাংশ ঋণের পরিমাণ বাড়তে পারে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইমরান সরকারের দ্বারা ৪৬ শতাংশ ঋণ হয়েছে। পাকিস্তানের নাগরিকদের উপর এই ঋণের বোঝা গত ২ বছর ধরে বেড়ে গিয়েছে। সরকার রাজকোষের সীমা উলঙ্ঘন করেছে বলেও জানানো হয়েছে।

জানা গিয়েছে, এই বিশাল পরিমাণ ঋণের বিষয়ে পাক নাগরিকদের কিছুই জানতে দেয়নি পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নাগরিকদের অন্ধকারে রেখেই তাদের উপর এই বিশাল ঋণের বোঝা চাপানো হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর