বাংলাহান্ট ডেস্ক: ফের জি বাংলার (zee bangla) আরেকটি জনপ্রিয় সিরিয়াল (serial) বন্ধের মুখে। বন্ধ হতে চলেছে জনপ্রিয় সিরিয়াল ‘সৌদামিনীর সংসার’ (soudaminir songsar)। শেষের দিকে টিআরপি কমে যাওয়াতে হঠাৎ করেই চ্যানেলের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
গত দুবছর ধরে চলছিল এই ধারাবাহিক। সেটের সকলেই প্রায় একটা পরিবারের মতো হয়ে উঠেছিলেন। কাজেই হঠাৎ এমন ঘোষনায় মন খারাপের পরিবেশ সৌদামিনীর সংসারে। জানা গিয়েছে, গত ৪ ঠা ফেব্রুয়ারিই শুটিং হয়ে গিয়েছে সিরিয়ালের শেষ এপিসোডের। আগামী ১২ ফেব্রুয়ারিই শেষ এপিসোডের সম্প্রচার হবে।
শেষ এপিসোডের সম্প্রচারের চার দিন আগেই নাকি সিরিয়াল শেষের ঘোষনা হয়। সেট জুড়ে কান্নাকাটি শুরু করে দেন কলাকুশলীরা। মন খারাপ সৌদামিনীর সংসারের দর্শকদেরও। শিশুশিল্পী নির্বিশেষে সব কলাকুশলীদের অভিনয়, গল্প বেশ পছন্দ ছিল দর্শকদেরও। তাই সিরিয়াল শেষের খবরে ক্ষোভ জমেছে দর্শকদের মনেও।
এর আগে গত বছরের শেষের মুখে আসে আরেক সিরিয়াল ফিরকির বন্ধ হওয়ার ঘোষনা। ২৪ ডিসেম্বর হয় সিরিয়ালের শেষ শুটিং। শেষ সম্প্রচার হয় ২ রা জানুয়ারি। সিরিয়ালের দুই চরিত্র লক্ষ্মী ওরফে আর্যা ব্যানার্জি, রানি ওরফে সুজি ভৌমিক ও প্রযোজক স্নিগ্ধা সবু জানিয়েছিলেন, দর্শক এখনো ডেইলি সোপের বিষয় হিসাবে তৃতীয় লিঙ্গের জীবন কাহিনি নিতে পারছে না। তৃতীয় লিঙ্গদের টিভিতে দেখলেই নাকি চ্যানের ঘুরিয়ে দিচ্ছে বেশিরভাগ দর্শক। শহুরে মানুষ যাও বা গ্রহণ করেছিল এই ভিন্নধর্মী সিরিয়াল, গ্রাম্য বা আধা শহুরে দর্শক একেবারেই নারাজ এমন চিত্রনাট্য নিয়ে।
সিরিয়ালের এক মূল চরিত্র লক্ষ্মী জানিয়েছিলেন, তৃতীয় লিঙ্গ না হয়েও এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। কাজটা একরকম চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছিলেন আর্যা। ধীরে ধীরে মিশেও গিয়েছিলেন লক্ষ্মীর চরিত্রটির সঙ্গে। কিন্তু শেষমেষ সবই ভেস্তে গেল।
সিরিয়ালের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র রানির কথায়, “এখনো সমাজ আমাদের মতো মানুষদের মেনে নিতে পারছে না। আমাদের আরো লড়াই করতে হবে। প্রযোজক স্নিগ্ধা বসুকে ধন্যবাদ এমন একটা বিষয় নিয়ে সিরিয়াল তৈরি করার জন্য। কপালটা আমাদেরই খারাপ।”