৬২ বছরের রেকর্ড ভাঙল বিগত জানুয়ারি মাসঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ শেষ সময়ের দাপট চলছে শীতের। আবহাওয়া (weather) রিপোর্ট অনুযায়ী, বুধবার অবধি শীতের এই দাপট দেখা গেলেও, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে কমবে শীতের দাপট, এমনটা জানা গিয়েছে। বাড়বে তাপমাত্রার পারদ। এবার বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে শীতের। আর কদিন পরই নিজের পসার জমাতে আসবে বসন্ত।

চলতি মরশুমে শীতের এই দাপট সহ্য করার পরও নাকি আবহাওয়া দফতর বলছে, গত ৬২ বছরের তুলনায় এই শীত নাকি কিছুই না। ভারতীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, এবছর নাকি সবথেকে কম ঠাণ্ডা পড়ছে। শীত দীর্ঘমেয়াদি হলেও, তার দাপট নাকি অনেকাংশে কম ছিল।

1604864216 1604697442 shutterstock 533462248

আজকের আবহাওয়া
কলকাতা শহরে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, মেঘ সরে গিয়ে শীতের দাপট সহ্য করতে হবে আরও এক প্রস্থ। ১০ ই ফেব্রুয়ারীর পর থেকে হয়ত ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রার পারদ। এবার শীত প্রেমীদের কাছ থেকে বিদায় নিয়ে, ধীরে ধীরে ফিরে যাওয়ার তোরজোড় শুরু করেছে শীত।

Odisha 710x400xt 1

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১২১ বছরের মধ্যে দক্ষিণ ভারতে ২০২১ সালের জানুয়ারি মাস ছিল উষ্ণতম। অন্যদিকে মধ্যভারতে ৩৮ বছর পর জানুয়ারিতে এমন গরম পড়তে দেখা গেল। অর্থাৎ, ১৯৫৮ সালের জানুয়ারি মাস যেমন ছিল, ঠিক তেমনই কেটেছে ২০২১ সালের জানুয়ারি মাস।


Smita Hari

সম্পর্কিত খবর