বাংলা হান্ট ডেস্কঃ পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে ফিরেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat kohli।) দলে ফিরেই লজ্জাজনক হারের মুখ দেখতে হল কোহলিকে। এবার আরেক বিতর্কে জড়িয়ে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আম্পায়ারের ভূমিকায় অসন্তোষ হয়ে আম্পায়ারকে অদ্ভুত ভাবে সম্বোধন করলেন কোহলি যা পুরোটাই ধরা পড়েছে স্ট্যাম্প মাইকে।
প্রথম টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন এই ঘটনা ঘটে। রবিচন্দ্রন অশ্বিনের বলে হালকা করে শট খেলে রান নিচ্ছিলেন জোফ্রা আর্চার। সেই সময় আম্পায়ার নীতিন মেননকে উদ্দেশ্য করে বিরাট কোহলি হিন্দিতে বলেন, ” ওয়ে মেনন সোজা রানও ওরা পিচের ভিতর হয়ে নিচ্ছে, কি হচ্ছে এসব?” কোহলির এই উক্তিটি পুরোপুরি ভাবে ধরা পড়ে স্ট্যাম্প মাইকে। কোহলির এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে স্যোসাল মিডিয়ায়।
https://twitter.com/Aragorn_2_/status/1358795280913559553?s=20
আম্পায়ারকে এভাবে সম্বোধন করায় অনেকেই কোহলির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। কোহলির এই ভিডিও পোস্ট করে এক ভক্ত লিখেছেন, ‘যিনি কোহলির থেকে বয়সে এত বড় তাকে এই ভাবে তুই বলে সম্বোধন করাটা কতটা উচিৎ?”
আরেকজন লিখেছেন, “আম্পায়াররা কি কোহলির বন্ধু নাকি যে ‘ওয়ে মেনন’ বলে ডাকবেন?”