AIMIM সাংসদ আসাউদ্দিন ওয়েসী (Asaduddin Owaisi) মঙ্গলবার দিন লোকসভায় বিতর্কিত মন্তব্য করেন। মুসলিম নেতা বলেন দেশে আন্দোল চলতে থাকবে। নাগরিকত্ব সংশোধন বিল আইন ইস্যুতে বলতে গিয়ে উনি বলেন, সরকার CAA এর নিয়ম তৈরি করলে আবারও আমরা রাস্তায় নেমে পড়বো।
আসাউদ্দিন ওয়েসী বলেন, নরেন্দ্র মোদী আন্দোলনজীবী ও পরজীবীর মতো শব্দ ব্যাবহার করেছেন কিন্তু এতে ভুল কোথায়? দেশে আন্দোলন হতে থাকবে। উনি বলেন, ‘আমি খোলাখুলি বলতে চাই, আমি একজন আন্দোলনজীবী।’ AIMIM নেতা বলেন, সরকার CAA এর নিয়ম তৈরি করা মাত্র আমরা আবার রাস্তায় নেমে পড়বো।
ওয়েসী অভিযোগ তুলে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের বিরুদ্ধে একটা কথাও বলছে না। চীনের নাম নিয়ে প্রধানমন্ত্রীর জবাব দেওয়া উচিত। অরুণাচলপ্রদেশের অনুপ্রবেশের বিষয়েও উল্লেখ করেন আসাউদ্দিন ওয়াসি। দাবি করে বলেন যে চীন পুনরায় ভারতীয় সৈনিকদের উপর আক্রমণ করতে পারে। এক্ষেত্রে আমদের প্রস্তুতি কি আছে?
সরকারকে নিজের অহংকারকে পেছনে রেখে আইন ফেরত নিতে হবে বলে দাবি করেন ওয়েসী। ওয়েসী বলেন, কৃষি রাজ্যের বিষয় এটা সংঘবাদের বিরুদ্ধে। প্রসঙ্গত, কৃষি আইন বাতিল করার দাবিতে এখনও বেশকিছু জায়গায় আন্দোলন চলছে।
কৃষি আইনের বিরোধিতা করে হাজার হাজার কৃষক দিল্লির বিভিন্ন সীমান্তে ২ মাস ধরে আন্দোলনে নেমেছে। এই আন্দোলনকে কেন্দ্র করে দেশ বেশকিছু ঘটনার সাক্ষী হয়েছে। আমরণ অনশন থেকে শুরু করে ট্রাক্টর প্যারেড, এমনকি লালকেল্লায় আন্দোলনের নামে উপদ্রবও দেখা গেছে।