বাংলাহান্ট ডেস্কঃ আজ সরস্বতী পুজো (saraswati puja), ঘরে ঘরে চলছে বাগদেবীর আরাধনা। তবে বাতাসে হালকা শীতল আবহাওয়া বিরাজ করলেও, কিন্তু তাতে পুজোর আনন্দে কোন ত্রুটি রাখতে চাইছে না বাঙালি। চারিদিকে চলছে বাগদেবীর পুজোর প্রস্তুতি।
সকাল সকাল স্নান সেরে, উপোষ থেকে পুজোর কাজে হাত লাগিয়ে দিয়েছে। সারা বছর অপেক্ষার পর বিদ্যার দেবীর কাছে এই একটা দিন মন প্রাণ উজার করে পড়াশুনার আশির্বাদ চেয়ে নেয় ছাত্রছাত্রীরা। মায়ের পায়ে অঞ্জলি দিয়েই এবার বেড়িয়ে পড়ার পালা। শাড়ি, পাঞ্জাবিতে চারিদিকে যেন সব রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে।
এদিন আবার সকলের চোখ এড়িয়ে ভালোবাসার সেই প্রিয় মানুষটার হাত ধরে একটু ঘুরতে যেতে মন চায় সকলেরই। আবার সরস্বতীকে পুজো দিনকে ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’ বলা হয়। আর দুদিন আগেই ছিল ভ্যালেন্টাইন্স ডে। সবকিছু মিলিয়ে বাংলাই এখনও প্রেমের সাগরে ভেসে চলেছে।
তবে সরস্বতী পুজর দিন বেশ কয়েকটি জিনিস কিন্তু খুবই প্রয়োজনীয়। পুজোর আনন্দে সেসব গোছাতে যেন আবার ভুল না হয়। এক ঝলকে দেখে নিন পুজোয় কি কি লাগছে-
একটি সরস্বতীর মূর্তি, যা ছাড়া পুজো অসম্পূর্ণ। পলাশ ফুল, হলুদ রঙের ফুল সহ আরও নানা ধরণের ফুল। আম্রপল্লব, আম্রমুকুল, ধান, দূর্বা, বেলপাতা, সিঁদুর, চাল, কাঁচা হলুদ, ৫ রকমের ফল, ধুপকাঠি, প্রদীপ, দুধ, কলস, সুপুরি, পানপাতা, খাগের কলম, দোয়াত এবং অবশ্যই কুল। সেইসঙ্গে লাগছে পঞ্চপল্লব, আবির, অভ্র, হরিতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন। মায়ের কাছে বই খাতা দেওয়ার পাশাপাশি কোন বাদ্যযন্ত্র থাকলে, তাও দিতে পারেন।