ফিনফিনে শাড়ি-ব্লাউজে ‘ধক ধক গার্ল’ অঙ্কিতা, পাতলা কোমরের ঝটকায় নেটদুনিয়ায় চড়ল পারদ

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)। পুরনো স্মৃতিকে (memory) পেছনে ফেলে এখন বর্তমানকে নিয়ে ব‍্যস্ত অঙ্কিতা। কেরিয়ারের পাশাপাশি বর্তমান প্রেমিক ভিকির সঙ্গেও চুটিয়ে প্রেম করছেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ভিডিও (video) শেয়ার করেছেন অঙ্কিতা। মাধুরী দীক্ষিতের সুপারহিট গান ‘ধক ধক করনে লাগা’র তালে নাচতে দেখা গিয়েছে তাঁকে। হলুদ পাতলা শিফনের শাড়ি ও সাদা স্লিভলেস ব্লাউজ পরে গানের তালে কোমর নাচাতে দেখা গিয়েছে অঙ্কিতাকে। ভিডিওটি শেয়ার করা মাত্রই ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। তবে সুশান্ত অনুরাগীদের কটাক্ষ থেকে রেহাই পাননি তিনি।


এর আগে নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে একটি লাইভ চ‍্যাটের আয়োজন করেছিলেন অঙ্কিতা। সেখানে তাঁর ব‍্যক্তিগত থেকে পেশাগত জীবন সম্পর্কে নানা কথা বলতে দেখা যায় তাঁকে। উঠে আসে প্রয়াত সুশান্তের কথাও। কথায় কথায় প্রাক্তনের সঙ্গে কাটানো সবথেকে সুন্দর মুহূর্তের কথা বলেন অঙ্কিতা।

https://www.instagram.com/p/CLHFlvsr5CL/?igshid=1drivyg05htr9

সেই মুহূর্ত কি? অনুরাগীদের প্রশ্নে সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন অঙ্কিতা। সেখানে দেখা যায় প্রয়াত সুশান্ত ভিডিও কল করছেন তাঁকে। অভিনেত্রী জানান, সেই সময় ধোনির বায়োপিকেথ শুটিং করছিলেন সুশান্ত। এটা প্রয়াত অভিনেতার সঙ্গে তাঁর কাটানো সবথেকে খুশির মুহূর্তগুলির মধ‍্যে অন‍্যতম বলে জানান অঙ্কিতা।

সুশান্ত অনুরাগীদের তিনি অনুরোধ করেন, প্রয়াত অভিনেতাকে ভালবেসে যেতে। তাঁকে স্মৃতিতে রাখতে। সুশান্তের পরিবারের জন‍্য প্রার্থনাও করতে বলেন অঙ্কিতা। পাশাপাশি সুশান্তের সঙ্গে নাচের একটি ছবিও শেয়ার করেন তিনি/।

 

View this post on Instagram

 

A post shared by Ankita Lokhande (@lokhandeankita)

X