নুসরতের ‘বোনু’ মিমির জন্মদিন, নিজেদের ভাঙা বিয়ের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন ‘জিজা’ নিখিল

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন নুসরত জাহান (nusrat jahan) ও নিখিল জৈন (nikhil jain)। সৌজন‍্যে, দুজনের সংসার ভাঙার গুঞ্জন। ২০১৯ এ তুরস্কে রাজকীয় ভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন নিখিল নুসরত। দু বছর কাটতে পারেনি এখনো, তার আগেই চিড় ধরেছে দুজনের সম্পর্কে। গুঞ্জন সত‍্যি করে অভিনেত্রী সাংসদ জানিয়েও দিয়েছেন আর একসঙ্গে থাকছেন না তাঁরা। তবে কারণটা জানাননি তিনি।

অপরদিকে ভবিতব‍্য মেনে নিয়ে নুসরতকে ভোলার চেষ্টাতে রয়েছেন নিখিলও। স্ত্রীর সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেলেও শ‍্যালিকাদের সঙ্গে দিব‍্যি ভালই বন্ধুত্ব রয়েছে তাঁর। কিছুদিন আগেই নুসরতের বোন নুজহতকে কানাডা ছাড়তে দিল্লি এসেছিলেন নিখিল। এবার স্ত্রীর আদরের ‘বোনু’ অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর (mimi chakraborty) জন্মদিনেও শুভেচ্ছা বার্তা জানালেন নিখিল।

নুসরত ও মিমি, টলিউডের এক্কেবারে প্রথম সারির এই দুই তারকা আগে থেকেই গলায় গলায় বন্ধু ছিলেন। একসঙ্গে প্রথম বারের মতো তৃণমূলের হয়ে নির্বাচনে দাঁড়িয়ে জিতে সাংসদও হন দুজনে। সবের মাঝে বন্ধুত্বটাও আরো গাঢ় হতে থাকে। একে অপরকে দিয়েছেন আদরের ডাকনাম ‘বোনু’।

https://www.instagram.com/p/CLJIp1sLq4E/?igshid=gs3i7cphxuu1

সেই সূত্রে নিখিল হলেন মিমির ‘জিজা’। আর শ‍্যালিকার জন্মদিনে তিনি শুভেচ্ছা জানাবেন না তা কি হয়? যে বিয়ে নিয়ে এত কাণ্ড সেই বিয়ের সময়কারই একটি ছবি পোস্ট করে মিমিকে শুভেচ্ছা জানালেন নিখিল। দেখা যাচ্ছে সেই সময় হবু জামাইবাবুর সঙ্গে আলাপে মগ্ন মিমি।

Screenshot 2021 02 11 14 50 13 655 com.instagram.android
এই ছবিটিই নিখিলের জন্মদিনে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন মিমি। কিন্তু কোনো বার্তা আসেনি নুসরতের তরফে। তেমনি স্ত্রীর জন্মদিনেও নিখিলের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেল ছিল ফাঁকা। সম্প্রতি শোনা গিয়েছিল নুসরত ও মিমির গভীর বন্ধুত্বেও নাকি চিড় ধরেছে। কিন্তু জল্পনা উড়িয়ে বোনুর জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন নুসরত।

Niranjana Nag

সম্পর্কিত খবর