বাংলা হান্ট ডেস্কঃ জনতা দল ইউনাইটেডের প্রাক্তন নেতা তথা ভোট কুশলী প্রশান্ত কিশোরের শুক্রবার বড়সড় ঝটকা খেলো। প্রশাসন ওনার বক্সরের বাড়িতে বুলডোজার চালায়। জানা গিয়েছে যে, জমি অধিগ্রহণের মামলায় প্রশাসন এই পদক্ষেপ নেয়। এখনও পর্যন্ত প্রশান্ত কিশোরের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী NH 84 কে সম্প্রসারণ করার কাজ চলছে। আর এই কারণে ভূমি অধিগ্রহণ করা হয়েছে। ভূমি অধিগ্রহণের কারণেই প্রশান্ত কিশোরের বাড়িতে বুলডোজার চালায় প্রশাসন।
প্রশাসনিক আধিকারিকরা সমস্ত সামগ্রীর সঙ্গে প্রশান কিশোরের বাড়িতে পৌঁছালে সেখান ভিড় জমা হয়ে যায়। মাত্র ১৫ মিনিটে প্রশান্ত কিশোরের বাড়ির প্রাচীর ভেঙে ফেলে প্রশাসন। প্রশান্ত কিশোরের বাড়ির প্রাচীর ভাঙার সময় কেউ বিরোধিতা করেনি বলে জানা গিয়েছে। যদিও সবার মনে প্রশ্ন ছিল যে প্রশান্ত কিশোরের বাড়িতে কেন বুলডোজার চলল? পরে প্রশাসনিক আধিকারিকরা জমি অধিগ্রহণের বিষয়টি স্পষ্ট করেন।