স্ত্রীর শেষ ইচ্ছে পূরণ করতে গহনা বিক্রি করে জোটালেন ৭ লক্ষ টাকা, রাম মন্দিরের জন্য করলেন দান

বাংলা হান্ট ডেস্কঃ রাম মন্দির নির্মাণের জন্য দেশজুড়ে নিধি সমর্পণ অভিযান চলছে। রাম মন্দির নির্মাণের জন্য সবাই নিজের সাধ্যমত দান করছেন। কিন্তু রাজস্থানের যোধপুর থেকে রাম মন্দির নির্মাণের জন্য এক অন্য চিত্র ফুটে উঠল। সেখানে এক মহিলার শেষ ইচ্ছে অনুযায়ী ওনার মৃত্যুর পর ওনার স্বামী গহনা বিক্রি করে ৭ লক্ষ টাকার বেশি রাম মন্দির নির্মাণের জন্য দান করলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিধি সমর্পণ অভিযানের সঙ্গে যুক্ত RSS এর নেতা হেমন্ত গোষ্ঠর কাছে একটি ফোন এসেছিল। বিজয় সিং গৌড়া নামের এক ব্যক্তি ফোনের ওপার থেকে বলেন, ‘আমার স্ত্রী আশা কানওয়ার প্রয়াত হয়েছে, ওনার শেষ ইচ্ছে ছিল রাম মন্দির নির্মাণের জন্য ওনার সমস্ত গহনা দান করার। আর সেই কারণে আমি আমার স্ত্রীর শেষ ইচ্ছে পূরণ করতে রাম মন্দির নির্মাণের জন্য তাঁর সমস্ত গহনা দান করতে চাই।” স্ত্রী হারা ব্যক্তির কথা শুনে RSS নেতা বলেন, আগে আপনার স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করুন এরপর শেষ ইচ্ছে পূরণ করবেন।

Jodhpur 1 Update Final

যোধপুরের সুরসাগরের বাসিন্দা আশা কানওয়ার সম্প্রতি রোগের কারণে মাত্র ৫৪ বছর বয়সেই প্রয়াত হন। অসুস্থ থাকাকালীন আশাদেবী নিজের স্বামী আর পুত্র সন্তানের সামনে নিজের শেষ ইচ্ছে প্রকাশ করেছিলেন। মধ্যবিত্ত পরিবার হওয়ার পরেও আশাদেবীর স্বামী এবং ছেলে ওনার শেষ ইচ্ছে পূরণ করেন।

আশাদেবী করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও তিনি করোনাকে হারিয়েও দিয়েছিলেন। এরপর ৩ রা ফেব্রুয়ারি রেগুলার চেক-আপের জন্য তিনি হাসপাতালে যান। ফুসফুসে সংক্রমণের কারণে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আর হাসপাতালে ভর্তি হওয়ার পরের দিনই তিনি ফুসফুসে সংক্রমণের কারণে প্রয়াত হন।

আশাদেবীর শেষকৃত্য হওয়ার পর নিধি অভিযানের সঙ্গে যুক্ত সদস্যরা ওনার বাড়ি পৌঁছান। সেখানে গিয়ে ওনারা আশাদেবীর শেষ ইচ্ছে নিয়ে তাঁরা বিস্তারিত জানেন। পরিজনেরা বলেন আশাদেবীর ইচ্ছা অনুযায়ী ওনার গহনা বিক্রি করে ৭ লক্ষ ৮ হাজার টাকা পাওয়া গিয়েছে। আর সেই টাকা রাম মন্দির নির্মাণের জন্য দান করা হয়েছে।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর