ঘূর্ণি পিচে ল্যাজেগোবরে ইংল্যান্ড, জয়ের জন্য ভারতের দরকার মাত্র সাতটি উইকেট

বাংলা হান্ট ডেস্কঃ ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে চেন্নাইয়ের চিপকে ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিততেই হবে বিরাট কোহলিদের। আর তাই দ্বিতীয় ম্যাচে প্রথম থেকেই জেতার খিদে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার মধ্যে।

এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাটিং করে রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে 329 রানে শেষ হয় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের আগুনে বোলিংয়ের সামনে মাথা নত করে ইংল্যান্ড। মাত্র 134 রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস যার নেপথ্যে রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের পাঁচ উইকেট।

https://twitter.com/BCCI/status/1361281821665714176?s=20

প্রথম ইনিংসে 195 রানের লীগ নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে 286 রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য ইংল্যান্ডের কাছে 482 রানের লক্ষ্যমাত্রা রাখে টিম ইন্ডিয়া। 482 রানের লক্ষ্যমাত্রা চেজ করতে নেমে ইতিমধ্যেই 53 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে ইংল্যান্ড অর্থাৎ জয়ের জন্য ভারতের দরকার মাত্র সাতটি উইকেট।

Udayan Biswas

সম্পর্কিত খবর