ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান সাধারণ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কাজে সর্বদা লিপ্ত থাকে। আন্তর্জাতিক মহলে ভারতের নাম খারাপ করার চেষ্টা হোক, ভারতে আতঙ্কবাদী হামলা করানো হোক, এই সকল কাজে পাকিস্তান প্রথম স্থানেই থাকে। তবে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতের প্রশংসা করতে দেখা গেল।
আসলে ইমরান খান নিজের অভ্যাসবশত বিভিন্ন ক্রিকেট টিমের প্রশংসা করে থাকেন। যদিও ভারতের বেলায় পাক প্রধানমন্ত্রীর মতামত সেভাবে নিরপেক্ষ হয় না। এখন ভারতীয় ক্রিকেট টীম লাগাতার ভালো প্রদর্শন করে টপ স্থানে পৌঁছে যাওয়ার দরুন ইমরান খানকে না চেয়েও ভারতের প্রশংসা করতে হয়েছে।
ইমরান খান বলেছেন, ভারতীয় টিম তাদের ভিতকে মজবুত করে নিয়েছে। দল গঠনের দিক থেকে ভারত অনেক উন্নত হয়েছে তাই ভারত টপ স্থানে পৌঁছে গেছে বলে দাবি করেন ইমরান খান। অন্যদিকে পাকিস্তানের বিষয়ে বলতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান বরাবরই একটা ভালো টীম কিন্তু পাক টিম দল গঠনে বিশেষ উন্নতি করতে পারেনি।
এই কারণেই পাকিস্তানের ক্রিকেট টিম বিশ্বে দাপট বজায় রাখতে সক্ষম হচ্ছে না বলে মত প্রকাশ ইমরান খানের। ইমরান খান ইসলামাবাদে মিডিয়া কর্মীদের সাথে কথা বলতে গিয়ে বলেন, দেখুন ভারতের টিম শীর্ষে পৌঁছে গেছে কারণ তারা দলের গঠনে উন্নতি করেছে। উনি আরো বলেন, নতুন পরিকাঠামো করতে ও প্রতিভা খুঁজতে সময় লাগে কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমাদের টীমও বিশ্বের টপ টিম হতে পারবে।