বাংলা হান্ট ডেস্কঃ কৃষক আন্দোলনকে প্রখর করতে তৈরি করা টুলকিট মামলায় রোজ নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। দিল্লী পুলিশ তদন্তে এখন সেই ম্যাসেজ পেয়ে গিয়েছে, যা পরিবেশকর্মী দিশা রবি আর গ্রেটা থুনবার্গের মধ্যে হয়েছিল। হোয়াটসঅ্যাপ ম্যাসেজে দিশা রবি সুইডিস পরিবেশ কর্মী গ্রেটা ওই টুলকিট ট্যুইট না করার কথা বলেছিলেন। দিশা বলেছিলেন, ওখানে আমাদের নাম আছে আর এটি প্রকাশ্যে এলে আমার বিরুদ্ধে UAPA ধারায় মামলা হবে।
দুজনের মধ্যে এই কথোপোথন গ্রেটার টুলকিট ট্যুইট করার মুহূর্তে হয়। দুজনের মধ্যে হোয়াটসঅ্যাপে হওয়া এই কথোপোথনে অনেক কিছু তথ্য সামনে এসেছে। জানিয়ে দিই, গ্রেটার সেই বিতর্কিত টুলকিট কৃষক আন্দোলনকে ভারত এবং অন্য দেশে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে কীভাবে উস্কানি দেওয়া হবে সেটার পরিকল্পনা ছিল। দিশা রবিকে দিল্লী পুলিশ এই টুলকিট মামলায় গ্রেফতার করেছে। ওই টুলকিটে দিশার নাম থাকার জন্যই দিশা গ্রেটাকে সেটি ট্যুইট করতে বারণ করেছিল। দিশা এও বলেছিল যে, এই টুলকিট পোস্ট হলে তাঁর বিরুদ্ধে UAPA ধারায় মামলা হবে।
‘Our names are on document…we can get UAPA’ — what police say they found on Disha Ravi phone
ThePrint's @BhardwajAnanya reportshttps://t.co/ISC9fSXBo3
— ThePrintIndia (@ThePrintIndia) February 16, 2021
দিশা সুইডিস পরিবেশকর্মী গ্রেটাকে এও বলেছিল যে, কিছুক্ষণের জন্য কিছুই করবেন না, কারণ এই ইস্যু এখন অনেক বড়সড় আকার নিয়ে নিয়েছে আর আমাদের বিরুদ্ধে UAPA ধারায় মামলা হতে পারে। তবে দিশার এই উদ্যোগ ব্যর্থ হয়েছিল কারণ তিনি গ্রেটাকে থামাতে পারার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টুলকিট ইস্যুটি শেয়ার করা হয়ে গিয়েছিল গ্রেটার। যদিও ভুল বোঝার পর গ্রেটা সেটি ডিলিট করে দেয়। কিন্তু ততক্ষণে দিল্লী পুলিশের কাছে সমস্ত তথ্য চলে এসেছিল। গ্রেটা টুলকিট ডিলিট করে নতুন টুলকিট পোস্ট করে লিখেছিল, আগের টা পুরনো হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে যে, দিশা ওই টুলকিট সম্পাদনার কাজ করেছিল।
দিল্লী পুলিশের সুত্র অনুযায়ী, প্রথম টুলকিটের তথ্য প্রকাশ্যে আসার পর দিশা গ্রেটার সঙ্গে কথা বলে। গ্রেটা রাত ৯ঃ২৩ এ অরিজিনাল টুলকিট ট্যুইটারে শেয়ার করেছিল। এরপর দুজনের মধ্যে কথা হয়। দিশা গ্রেটার সঙ্গে কথা বলে জানিয়েছিল যে, এই ইস্যু এখন অনেক বড় হয়ে গিয়েছে। দিশা আশঙ্কা জাহির করে বলে যে, আমাকে এরজন্য বড়সড় বিপদে পড়তে হতে পারে।