বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে টলিউডে বিশেষ ছাপ ছাড়তে চাইছে বিজেপি। ছোট পর্দার অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। তবে বড় পর্দা থেকে তেমন কেউ এখনও গেরুয়া শিবিরে নাম লেখান নি। আর এবার বড় পর্দার সেলেবদের দলে টেনে আজ বড়সড় চমক দিতে চলেছেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়’রা। এমাসের প্রথমের দিকে বিজেপির সর্ব ভারতীয় সহসভাপতি মুকুল রায়ের সঙ্গে ওনার সল্টলেকের ফ্ল্যাটে গিয়ে দেখা করেছিলেন বর্তমানে টলিউডের সবথেকে চর্চিত অভিনেতা যশ দাশগুপ্ত। তখন থেকেই ওনার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল।
আর আজ সেই জল্পনার অবসান ঘটতে পারে। বিজেপি সুত্রের দাবি অনুযায়ী, কোনও বড়সড় অঘটন না ঘটলে আজই গেরুয়া শিবিরে নাম লেখাবেন যশ দাশগুপ্ত। তবে শুধু উনি একা নন, ওনার সঙ্গে আরও কয়েকজন বিখ্যাত টলিপাড়ার সেলেবরা আজ বিজেপির পতাকা হাতে তুলে নিতে পারেন। আজ কলকাতার একটি পাঁচতারা হোটেলে বসতে পারে বিজেপির এই যোগদান মেলা। টলিউডের অভিনেতাদের কথা মাথায় রেখেই বিজেপির দফতর বাদ দিয়ে যোগদান মেলার পর্ব পাঁচতারা হোটেলে রাখা হয়েছে।
আরেকদিকে, গত পরশু বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। দুজনার এই সাক্ষাৎ রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনার সৃষ্টি করেছিল। তবে শুধু মিঠুনই না, বিজেপির হিটলিস্টে রয়েছে বাংলার আরও এক মহাতারকা। তিনি হলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গতকাল সরস্বতী পুজোর দিনে প্রসেনজিত-এর বাড়িতে গিয়েছিলেন বিজেপির নেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়। তিনি প্রসেনজিৎকে অমিত শাহকে নিয়ে লেখা একটি বইও উপহার দিয়েছিলেন।
প্রসেনজিৎ-এর সঙ্গে বিজেপি নেতার সাক্ষাৎ নিয়ে রাজ্য রাজনীতিতে গুঞ্জন শুরু হয়। তাহলে এবার বুম্বা দাও কি বিজেপিতে যোগ দিচ্ছেন? প্রশ্নের সরাসরি জবাব পাওয়া না গেলেও, জল্পনার ইতি হচ্ছে না।