বাংলাহান্ট ডেস্ক: সদ্য সদ্য বিজেপিতে (bjp) যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত (yash dasgupta)। আর যোগ দিয়েই একের পর এক বোমা ফাটাচ্ছেন তিনি। গেরুয়া শিবিরে যোগ দেওয়া নিয়ে নাকি নুসরত জাহানের (nusrat jahan) সঙ্গে কোনো কথাই বলেননি তিনি।
বিজেপির সাংবাদিক বৈঠকে গিয়ে গেরুয়া পার্টিতে যোগদান করেছেন যশ। অপরদিকে গত কয়েক মাস ধরেই নুসরতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জলঘোলা চলছে। এমন অবস্থায় স্বাভাবিক ভাবেই যশের বিজেপিতে যোগ নিয়ে তৃণমূল সাংসদ নুসরত কি বলবেন তার প্রশ্ন ওঠে।
উত্তরে যশ সাফ জানালেন, নুসরতের সঙ্গে বিজেপিতে যোগদান নিয়ে কোনো কথাই বলেননি তিনি। তবে তাঁদের বন্ধুত্বটা অভিনয় ইন্ডাস্ট্রির সূত্রে। অভিনয় ও রাজনীতি দুটো আলাদা ক্ষেত্র। নুসরতের রাজনৈতিক মত আলাদা ও তাঁর নিজের আলাদা বলে জানান যশ। তার জন্য তাঁদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে না।
এখানেই শেষ নয়। সদ্য বিজেপিতে যোগ দিয়েই যশ জানান, এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট শ্রদ্ধা করেন তিনি। এখনো নিজেকে তাঁর ‘ভাই’ বলেই মনে করেন। এমনকি আজ বিজেপিতে যোগ দেওয়ার আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আশীর্বাদ চেয়েছেন যশ।
প্রসঙ্গত, এর আগেই খবর মিলেছিল বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন যশ দাশগুপ্ত। গেরুয়া দলের শীর্ষ সারির এক নেতার সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল টেলিপাড়ার বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী। যশ এখনো এই বিষয়ে মুখ না খুললেও বিজেপির ওই শীর্ষ নেতার দাবি করেছিলেন, খুব শীঘ্রই বিজেপির হাত ধরে রাজনীতিতে আসবেন যশ। যোগ দেবেন ছোটপর্দার কয়েকজন তারকাও।