পিঠখোলা পোশাকে উষ্ণতার পারদ চড়ালেন মাদলসা, মিঠুন পুত্রবধূর বোল্ড ছবি ভাইরাল

পিঠখোলা পোশাকে উষ্ণতার পারদ চড়ালেন মাদলসা, মিঠুন পুত্রবধূর বোল্ড ছবি ভাইরা
বাংলাহান্ট ডেস্ক: সুপারস্টার মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty) পুত্রবধূ মাদলসা শর্মা (madalasa sharma) যে হিন্দি (hindi) সিরিয়াল (serial) জগতে বেশ জনপ্রিয় তা এতদিনে অনেকেই জেনে গিয়েছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে সেই সঙ্গে মিঠুনের পুত্রবধূ হওয়ায় মাদলসাকে নিয়ে কৌতূহলও কম নেই নেটিজেন ও দর্শকদের।

সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন মাদলসা। প্রায়ই সিরিয়ালের সেট থেকে ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। অভিনয়ের পাশাপাশি নজরকাড়া স্টাইল স্টেটমেন্ট দিয়েও নেটিজেনদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ফের কিছু নতুন ছবি শেয়ার করেছেন মাদলসা।

IMG 20210217 181307
কালো ব‍্যাকলেস শিমারি পোশাকে ক‍্যামেরা বন্দি হয়েছেন অভিনেত্রী। একটি অ্যাওয়ার্ড শো তে এমন বোল্ড লুকে হাজির হয়েছিলেন তিনি। সেখানকারই কিছু ছবির কোলাজ নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন মাদলসা। অ্যাওয়ার্ড শো তে একটি বিশেষ পারফরম‍্যান্সও করেছেন তিনি। সেই লুকের ছবিও শেয়ার করেছেন মিঠুনের পুত্রবধূ।

https://www.instagram.com/p/CLTYjuDJm_g/?igshid=oubwlwtkrrmj

এই মুহূর্তে হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’ তে কাব‍্যার চরিত্রে অভিনয় করছেন মাদলসা। সিরিয়াল প্রেমীদের ইতিমধ‍্যেই চরিত্রটি বেশ মন জয় করে নিয়েছে। সিরিয়ালটি শুরু হয়েছে বেশ কিছুদিন হয়ে গিয়েছে। টিআরপির দিক থেকেও ভাল স্থানেই পৌঁছে গিয়েছে সিরিয়ালটি।

https://www.instagram.com/p/CLYjhTdpL5B/?igshid=zfqjqdrnj3pi

https://www.instagram.com/p/CLWTFC2pWEV/?igshid=v60uhspagjsx

প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাইতে মিঠুন পুত্র মিমোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাদলসা। ফিল্মি পরিবারে বড় হওয়ায় অভিনয়ের দিকে আলাদা টান ছিল তাঁর। ২০০৯ এ তেলুগু ছবি ফিটিং মাস্টার এর হাত ধরে ডেবিউ করেন মাদলসা। এছাড়া কন্নড়, তামিল, জার্মান ও কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

https://www.instagram.com/p/CKN68l1JoHi/?igshid=1tl31tec383ze

এর আগে অন্নপূর্ণা নামে একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন মাদলসা। গত ১৩ জুলাই থেকে শুরু হয় ধারাবাহিকটির সম্প্রচার। টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরু করার কথা নাকি মিঠুনই বলেন মাদলসাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর