বাংলায় এসেই রামকৃষ্ণ-স্মরণে ট্যুইট করলেন অমিত শাহ, সময় কাটালেন ভারত সেবাশ্রম সঙ্ঘে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। একগুচ্ছ কর্মসূচী নিয়ে বাংলায় আবারও এসেছেন অমিত শাহ। বাংলায় এসেই শ্রীরামকৃষ্ণদেবকে স্মরণ করে বৃহস্পতিবার সকালে এক ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নামখানায় পরিবর্তন যাত্রার সূচনা করতে বঙ্গে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সকালেই বৈঠক ছিল বিএসএফ আধিকারিকদের সঙ্গে। নিউটাউনের হোটেলে সেই বৈঠক সম্পন্ন করে কনভয় নিয়ে সরাসরি পৌঁছে যান বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে। বালিগঞ্জের ১২৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেখানকার স্বামীজির সঙ্গে কিছুটা সময় কাটান অমিত শাহ।

আজই আবার পৈলানে জনসভা রয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেখানে উপস্থিত থাকবেন অভিষেক ব্যানার্জিও।

তারপর সেখানে গিয়ে আরতি করে কিছুক্ষণ তাঁর মূল্যবান বক্তৃতা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েন পরবর্তী কর্মসূচীর উদ্দেশ্যে। আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করার কথাও রয়েছে তাঁর। সেখানে পৌঁছে কপিল মুনির আশ্রমেও পুজো দিয়ে কপ্টারে চড়ে অমিত শাহ নামখানায় যাবেন বলে জানা গিয়েছে। সেখানেই সূচনা করবেন বিজেপির পরিবর্তন যাত্রার এবং শেষে সভাও করবেন বলে খবর।

এরই মধ্যে জানিয়ে রাখি, শ্রীরামকৃষ্ণদেবকে স্মরণ করে বৃহস্পতিবার সকালে এক ট্যুইট করেছিলেন অমিত শাহ। সেখানে তিনি লেখেন, ‘শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সকল জগতে আধ্যাত্মিকতা এবং ধর্ম প্রকাশিত করেছেন। তাঁর নিজস্ব শিক্ষা আর বিচারধারা দিয়ে দেশকে একতার সূত্রে বেঁধে রেখেছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেখানো পথ মানব জাতির কাছে অনুপ্রেরণার প্রদীপ। আর সেই প্রদীপের জ্যোতি মানব জীবনের মার্গ দর্শন করাচ্ছে’।

X