বাংলাহান্ট ডেস্ক: গতকালই বিজেপির (bjp) সাংবাদিক বৈঠকে পার্টিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত (yash dasgupta)। অপরদিকে গত কয়েক মাস ধরেই তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহানের (nusrat jahan) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠেছে। এমতাবস্থায় গতকাল যখন যশ বিজেপিতে যোগদান করছিলেন তখন নিজের দলের হয়েই প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী।
বুধবার নিজের সংসদীয় এলাকাতেই তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন নুসরত। এদিন তৃণমূলের নয়া অ্যাপ ‘দিদির দূত’এর প্রচার করতে দেখা যায় তাঁকে। নিজের সংসদীয় এলাকাতেই রোড শো ও সভা করেন নুসরত। অভিনেত্রী সাংসদকে দেখতে এদিন উপচে পড়েছিল ভিড়। সেই ছবি টুইট করে নুসরত লেখেন, ‘বলছে বাংলার জনতা এবার আবার মমতা।’
সেই সঙ্গে বিজেপির উদ্দেশে তোপ দাগতেও ছাড়েননি নুসরত। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্যকে তীব্র কটাক্ষ করে তিনি টুইটে লেখেন, ‘”আমাদের ছেলেরা ঠিক কাজই করেছে। ওঁর নিজের তারকাদের ধন্যবাদ দেওয়া উচিত যে ওঁকে শুধু হেনস্থা করা হয়েছে অন্য কিছু করা হয়নি।”- বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিবাদী মহিলাদের চরিত্র হনন করছেন। আবারো লজ্জাজনক মন্তব্য।’
বলছে বাংলার জনতা
এবার আবার মমতা | #DidirDoot #VoteForTMC #Minakhan pic.twitter.com/KaTF3YGZYR— Nussrat Jahan (@nusratchirps) February 17, 2021
অপরদিকে গতকাল বিজেপিতে যোগ দিয়ে নুসরতের প্রসঙ্গে যশ সাফ জানান, নুসরতের সঙ্গে বিজেপিতে যোগদান নিয়ে কোনো কথাই বলেননি তিনি। তবে তাঁদের বন্ধুত্বটা অভিনয় ইন্ডাস্ট্রির সূত্রে। অভিনয় ও রাজনীতি দুটো আলাদা ক্ষেত্র। নুসরতের রাজনৈতিক মত আলাদা ও তাঁর নিজের আলাদা বলে জানান যশ। তার জন্য তাঁদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে না।
"Our men did the right thing. She should thank her stars that she was only heckled and nothing else was done to her." – @BJP4Bengal State President Mr @DilipGhoshBJP assassinating the characters of women for protesting.
Shameful comments once again!https://t.co/rFkuXdRCTb https://t.co/3OpcCgkTUv
— Nussrat Jahan (@nusratchirps) February 17, 2021
এখানেই শেষ নয়। সদ্য বিজেপিতে যোগ দিয়েই যশ জানান, এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট শ্রদ্ধা করেন তিনি। এখনো নিজেকে তাঁর ‘ভাই’ বলেই মনে করেন। এমনকি বিজেপিতে যোগ দেওয়ার আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আশীর্বাদ চেয়েছেন যশ।