বাংলা হান্ট ডেস্কঃ ভারতে ‘মেট্রো ম্যান” নামে বিখ্যাত ই শ্রীধরন বিজেপিতে যোগ দিতে চলেছেন। তিনি ২১ ফেব্রুয়ারি কেরল বিজেপির সভাপতি কে সুরেন্দ্রনের নেতৃত্বে আয়োজিত বিজয় যাত্রায় আনুষ্ঠানিক ভাবে বিজেপির সদস্যতা নেবেন। দেশের গণপরিবহন ব্যবস্থার পরিবর্তনের কৃতিত্ব দেওয়া হয় ওনাকে।
বৃহস্পতিবার বিজেপি জানায়, মেট্রো ম্যান ই শ্রীধরন কেরল বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেবেন। বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন বলেন, শ্রীধরন ২১ ফেব্রুয়ারি কাসরগোড থেকে দলের বিজয় যাত্রা শুরু হওয়ার সময় বিজেপিতে যোগ দেবেন। সুরেন্দ্রন সংবাদমাধ্যমকে জানান, শ্রীধরনবাবু নিজেই বিজেপির সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন।
'Metro Man' E Sreedharan to join BJP. He will formally join the party during its Vijay Yatra that will be led by Kerala BJP chief K Surendran from 21st February.
(File photo) pic.twitter.com/aa39lj1LQS
— ANI (@ANI) February 18, 2021
কেরল বিধানসভার নির্বাচনের আগে শ্রীধরনবাবু বিজেপিতে যোগ দিতে চলেছেন। দক্ষিণ ভারতে দলের শক্তিবৃদ্ধি করার উদ্দেশ্যে বিজেপি বিজয় যাত্রা শুরু করছে। এই বিজয় যাত্রা ২১ ফেব্রুয়ারি কাসরগোড থেকে শুরু হবে আর মার্চের প্রথম সপ্তাহে তিরুবনন্তপুরমে শেষ হবে।
শ্রীধরন ৩১ ডিসেম্বর ২০১১ সালে দিল্লী মেট্রো কর্পোরেশনের (DMRC) পদ থেকে অবসর নেন। মেট্রো রেল পরিকল্পনা শুরু হওয়ার পর ভারতের ইঞ্জিনিয়ারদের ‘মেট্রো ম্যান” সন্মানে সন্মানিত করা হত। ৮৮ বছর বয়সী শ্রীধরন DMRC এর সঙ্গে যুক্ত সমস্ত সমস্যার সমাধান করেছেন। তিনি বাজেটের মধ্যে আর সময়ের আগেই জটিল প্রক্রিয়া গুলোকে বাস্তবায়িত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
শ্রীধরনের জন্ম ১৯৩২ সালে কেরলের পলক্কড় জেলায় হয়েছিল। তিনি ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ আর বড় মেট্রো পরিকল্পনা গুলোকে সফল বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কোঙ্কন রেলওয়ের সফল নির্মাণের শ্রেয় ওনাকেই দেওয়া হয়। দেশ স্বাধীনের পর ভারতের পশ্চিম এলাকা গুলোকে মূল ভূমির সঙ্গে যুক্ত করার এটাই সবথেকে বড় রেল প্রোজেক্ট ছিল।