বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (visva bharati university) সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, রাজ্যপাল জগদীপ ধনকরও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমেও নিজের মূল্যবান মন্তব্য রাখার মধ্যে দিয়ে টুলকিট ষড়যন্ত্রের স্রষ্টাকারীদের বিরুদ্ধে সরব হন।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভারতীকে যে ঐতিহ্য দিয়েছেন, তাঁর অংশ হতে পেরে আমি অনুপ্রেরণা পেয়েছি। ভারতের সমৃদ্ধ জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রায় নেতৃতে দিয়েছে পশ্চিমবঙ্গ। কাজের দিক থেকে এবং প্রেরণার দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে’।
বর্তমান সময়ে কৃষক আন্দোলনের ইস্যুতে টুলকিট (Toolkit) প্রসঙ্গে নাম না করেই কড়া হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া ভাষায় মোদী জি বলেন, ‘কিছু পড়াশুনা জানা শিক্ষিত মানুষই দেশে হিংসা ছড়াচ্ছে’।
অনুষ্ঠানে ভার্চুয়ালী ভাবে মোদী জি বলেন, ‘৫০ হাজার কোটি বরাদ্দ করা হল আগামী ৫ বছরের নতুন গবেষণার জন্য। কারিগরি শিক্ষা এবার থেকে ষষ্ঠ শ্রেণি থেকে ছাত্রীদেরকেও নিযুক্ত করা হবে এবং চাইলে কেউ ডিগ্রি কোর্স থেকে বিরতিও নিতে পারেন’।
মোদী জি আরও বলেন, ‘ভারতের শিক্ষা এবং মেধা প্রসঙ্গে বলব- ২০০ বছর আগে ভারতে মন্দিরেও শিক্ষাদান করা হত। রাজা মহারাজরা শিক্ষার প্রয়োজনে মহাবিদ্যালয় গড়ে তুলতেন। তখনকার দিনে শিক্ষিত মানুষের সংখ্যাও অনেক ছিল। বাংলা এবং বিহার মিলিয়ে লক্ষাধিক গ্রামীণ বিদ্যালয় ছিল ১৮৩০ সালে। বাংলায় বিশ্বভারতীতে গুরুদেবের এই শিক্ষানীতি আধুনিকতার দিকে কয়েকধাপ এগিয়ে দিয়েছে ভারতকে’।