তুমহারা না আম হেয়, না লাল কা শাক হেয়! শুধু কেলা হেয়! অমিত শাহকে বকুনি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল দক্ষিণ ২৪ পরগনার নামখানায় সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেখান থেকে তিনি রাজ্য সরকার এবং তৃণমূল নেতাদের একের পর এক দুর্নীতির বিরুদ্ধে সরব হন। তিনি একই যোগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন। তিনি বলেন, আমাদের মন্ত্র হল সবকা সাথ সবকা বিকাশ। আর তৃণমূলের মন্ত্র হল ভাইপোকা সাথ, ভাইপোকা বিকাশ।

একই দিনে দক্ষিণ ২৪ পরগনার পৈলানে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি আবার পাল্টা কটাক্ষ করেন বিজেপি এবং অমিত শাহকে। তিনি বিজেপিকে আবারও বহিরাগত আখ্যা দেন সভা থেকে। এবং তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও সর্ব হন। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয় দেখিয়ে ভোট নেওয়ারও অভিযোগ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী ভয় দেখালে বাড়ির মেয়েদের এগিয়ে দেবেন, ওঁরা একটু খুন্তি ঠেকিয়ে দেবে।

এর পাশাপাশি হিন্দু ধর্ম নিয়েও অমিত শাহকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি দুর্গা মাতা জানেনা, কালী মাতা জানেনা, সারদা মাতা জানেনা। এমনকি তিনি গতকালও ‘বিষ্ণু মাতা”র কথা উল্লেখ করে বলেন, বিজেপি বিষ্ণু মাতা জানেনা।

এরপর তিনি অমিত শাহকে হিন্দু ধর্মের পাঠ সেখাতে সরস্বতী পুজোর মন্ত্র উচ্চারণ করেন। যদিও তিনি সেই মন্ত্র সম্পূর্ণটাই ভুল উচ্চারণ করেছিলেন তাও বেশ কয়েকবার হোঁচট খেয়ে। মন্ত্র উচ্চারণ শেষে তিনি দাবি করেন যে, এটাই সরস্বতী মন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরস্বতী মন্ত্র উচ্চারণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর চারিদিকে সেই নিয়ে শুরু হয় মিমের পালা।

https://www.facebook.com/100002341258182/videos/3731679676920037/

এরপর অমিত শাহকে নিশানা করে মুখ্যমন্ত্রী বাংলার শাক-সবজির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘তুমহারা হেয় কিয়া? না আম হেয়, না লাল শাক হে, না পালং শাক হেয়, না লাল কে ডাটা হেয়, না আম হেয়, না কাঁঠাল হেয়? কুছ নেহি হেয়! তুমহারে পাশ শুধু কেলা হেয় কলা। কলা খাও।”

ওয়াকিবহাল মহলের মতে তৃণমূল নেত্রী প্রতিটি সভায় গিয়ে বিজেপিকে আক্রমণ করতে যে ভাষা, যেই শব্দ এবং যেই পন্থা অবলম্বন করছেন, সেরকম কশ্মিনকালে কাউকে করতে দেখা যায়নি। এমনকি তিনি বিজেপিকে নিশানা করতে গিয়ে নিজেকেই হাসির পাত্রী করে তুলছেন। আর একজন মুখ্যমন্ত্রীর মুখে অন্তত এরকম অগোছালো মন্তব্য মানায় না।


Koushik Dutta

সম্পর্কিত খবর