মেট্রো ম্যান ই শ্রীধরন বড়ো মন্তব্য করেছেন। উনি বলেছেন যে বিজেপি জিতলে তিনি মুখ্যমন্ত্রী হতে চাইবেন। পার্টি যদি উনাকে রাজ্যপাল বানিয়ে কোথাও পাঠাতে চাই সেটা উনি স্বীকার করবেন না। পরের সপ্তাহের মধ্যে তিনি বিজেপিতে যোগদান করবেন বলে জানা গেছে। শ্রীধরন বলেন, কেরলে পার্টিকে ক্ষমতায় আনা উনার মূল উদেশ্য আর ক্ষমতায় এলে উনি মুখ্যমন্ত্রী হতে চান।
শ্রীধরণ বলেন, যদি বিজেপি এপ্রিল-মে মাসে হওয়া নির্বাচনে বিজেপি জিতলে সরকার রাজ্যকে ঋণের জাল থেকে বের করে আনার চেষ্টা করবে।
রাজ্যপাল হওয়ার নেই ইচ্ছা, CM পদে বসে করবো উন্নয়ন
দক্ষিণ ভারতে দলের শক্তিবৃদ্ধি করার উদ্দেশ্যে বিজেপি বিজয় যাত্রা শুরু করছে। এই বিজয় যাত্রা ২১ ফেব্রুয়ারি কাসরগোড থেকে শুরু হবে আর মার্চের প্রথম সপ্তাহে তিরুবনন্তপুরমে শেষ হবে। কেরল বিধানসভার নির্বাচনের আগে শ্রীধরনবাবু বিজেপিতে যোগ দিতে চলেছেন। শ্রীধরণ বলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে শিল্প আনা এবং সার্বিক বিকাশের জন্য জোর দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে উনি বলেন উনার রাজ্যপাল পদে বসার কোনো ইচ্ছে নেই বরং তিনি মুখ্যমন্ত্রী পদে বসতে চান।
মেট্রোম্যান নামে পরিচিত শ্রীধরনের জন্ম ১৯৩২ সালে কেরলের পলক্কড় জেলায় হয়েছিল। তিনি ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ আর বড় মেট্রো পরিকল্পনা গুলোকে সফল বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কোঙ্কন রেলওয়ের সফল নির্মাণের শ্রেয় ওনাকেই দেওয়া হয়। দেশ স্বাধীনের পর ভারতের পশ্চিম এলাকা গুলোকে মূল ভূমির সঙ্গে যুক্ত করার এটাই সবথেকে বড় রেল প্রোজেক্ট ছিল।