বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল বহু প্রতীক্ষিত দক্ষিণেশ্বর মেট্রোরেল পরিষেবার উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। আগামীকালই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী আর তিনি ভার্চুয়ালি দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন করতে চলেছেন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে সুত্রের খবর।
কেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে যাচ্ছেন না, সেটা নিয়ে কেউ কিছু বলতে নারাজ। ওয়াকিবহাল মহলের মতে গত ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘটে যাওয়া কাণ্ডের জেরে এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী। এর আগে হলদিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সরকারি অনুষ্ঠানেও যাননি মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১০ সালের রেল বাজেটে এই প্রকল্প ঘোষণা করেন তিনি। আর ২০২১ সালে সেই প্রকল্প যখন সম্পূর্ণ প্রস্তুত, তখন তিনি নিজেই প্রকল্পের উদ্বোধনে অনুপস্থিত থাকছেন।