আবারও অভিষেকের বাড়িতে CBI হানা, কয়লাকান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে শ্যালিকা মেনকাকে

বাংলাহান্ট ডেস্কঃ রবিবারের পর সোমবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) বাড়িতে সিবিআই হানা। বেলা ১১ টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা দেবে বলে সূত্রের খবর। মূলত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (rujira banerjee) এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিশ দিতে গিয়েছিলেন সিবিআই-এর আধিকারিকরা।

কয়লা পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। কলকাতা থেকে বিভিন্ন হাত ঘরে কয়লা পাচারের টাকা লন্ডন, ব্যাঙ্কক, তাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেত বলে সিবিআই সূত্রের খবর। সেই টাকা কলকাতার কোন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছিল, তা এখন খতিয়ে দেখছে।

CBI 1

জানা গিয়েছে, বিদেশে যে সব অ্যাকাউন্টে টাকা যেত, সেগুলো রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণে রবিবার রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বোন মেনকা গম্ভীরকে রবিবার নোটিশ দিতে গিয়েছিলেন সিবিআইএর আধিকারিকরা। কিন্তু তখন বাড়িতে কেউ ছিলেন না।

রবিবার সিবিআই আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলে সেই সময় তৃণমূল নেতা এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কেউ বাড়িতে ছিলেন না। সেই কারণে রুজিরা বাড়ি ফিরলে দুপুর ৩ টের মধ্যে তাঁকে ফোন করার কথা বলা হয়েছিল। মহিলা আধিকারিকের সামনে জেরা করার পরিকল্পনা করেও, তা ব্যর্থ হয়। রুজিরার দিক থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

গতকাল অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী এবং শ্যালিকার নামে নোটিশ দেওয়ার পর সোমবার আবারও অভিষেকের বাড়িতে সিবিআই হানা দেওয়ার খবর পাওয়া গিয়েছে। সকাল ১১ টায় অভিষেকের বাড়িতে সিবিআই আধিকারিকদের যাওয়ার খবরও পাওয়া গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর