ব্রেকিংঃ হোটেলে উদ্ধার সাংসদের দেহ! উড়িয়ে দেওয়া যাচ্ছে না আত্মহত্যার আশঙ্কা

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে সোমবার দাদরা ও নগর হাভেলির নির্দলীয় সাংসদ মোহন ভাই সাঞ্জিভাই ডেলকর মৃতদেহ পাওয়া গিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওনার দেহ মুম্বাইয়ের একটি হোটেলে পাওয়া গিয়েছে। আশঙ্কা জাহির করা হচ্ছে যে, তিনি আত্মহত্যা করেছেন। সাংসদের দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

untitled 2 1613989291

 

Baisakhi Dutta

সম্পর্কিত খবর