বাংলা হান্ট ডেস্কঃ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কালীঘাটে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুন কি বললেন তিনি …
- নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। বিহারের ২৪০ টি আসনে তিন দফায় ভোট হয়েছে। তামিলনাড়ু, কেরল আর পদুচেরিতে এক দফায় ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গে ২৯৪ টি আসনের জন্য ৮ দফায় ভোট কেন?
- বিজেপি নিজের চাহিদামতো ভোটের দিনক্ষণ ঠিক করেছে।
- দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের ক্ষমতা বেশি বলে ৩ দফায় ভোট করানো হচ্ছে।
- এসব কি নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথায় হচ্ছে? ওনারা অসমের নির্বাচনী প্রচার সেরে বাংলায় যাতে প্রচারে আসতে পারেন তাই কি এসব হচ্ছে?
- আপনারা খেলতে চাইলে খেলা হবে। আট দফাতেই খেলা হবে। হারিয়ে ভূত করে দেব।
- আমি বিজেপির লিস্টে যা দেখেছিলাম। সেই লিস্টই কমিশন ঘোষণা করলে।
- বিবেক দুবে এর আগেও বাংলায় অবজার্ভার ছিল। আমি ওনার নাটক অনেক দেখেছি। বিজেপি ক্ষমতার অপব্যবহার করে এখানে কিছুই করতে পারবে না।
- আমি পাবলিকের ঘোর পোছা, ধান কাটা আর মাটির নেতা।
- গোটা দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমি। আমাকে হারাতে কেন্দ্র সরকার উঠেপড়ে লেগেছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার