বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকে ভারতীয় জনতা পার্টির ইয়েদুরাপ্পা সরকারের সামনে নতুন এক সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্যের জল সংশাধন মন্ত্রী রমেশ জারকিহলি আর এক অজ্ঞাত পরিচয় মহিলার ভিডিও সামনে এসেছে। সেটিকে টিভি চ্যানেলেও চালানো হয়েছে। এই বিষয়ে সমাজকর্মী দীনেশ কালাহল্লী ব্যাঙ্গালুরুর কব্বন পার্ক থানায় অভিযোগও দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, মন্ত্রী চাকরি দেওয়ার নাম করে মহিলার শোষণ করছেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশ এখনও পর্যন্ত মামলা দায়ের করেনি। ডেপুটি কমিশনার এমএন অনুচৈথ বলেছেন পুলিশ আগে অভিযোগের সত্যতা প্রমাণ করবে, তারপর মামলা দায়ের করবে।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এই মামলায় দলের নেতাদের সঙ্গে মিটিং করেছেন। সুত্র থেকে জানা যায় যে, সরকার বলছে মন্ত্রী রমেশের পক্ষ শুনে তাঁর থেকে ইস্তফা চাওয়া হবে। রাজ্যের প্রাথমিক শিক্ষা মন্ত্রী সুরেশ কুমার বলেন, ‘দলের নেতার এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেবেন।”
যদিও বিজেপির নেতারা এই ইস্যুতে কোনও প্রতিক্রিয়া দেন নি। এর পাশাপাশি অভিযুক্ত মন্ত্রীও চুপ। ওনার ফোনও বন্ধ। ৬০ বছর বয়সী রমেশ ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন বিজেপির সরকারে কর্ণাটকের বেলগাবী এলাকা থেকে প্রভাবশালী মন্ত্রী বলেই পরিচিত। তিনি ২০১৯ সালে ১৭ জন কংগ্রেস আর জেডিএস বিধায়কদের বিজেপিতে আনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরফলে ২০১৯ এ কর্ণাটকে বিজেপির সরকার গঠন করার পথ সুগম হয়।