‘৯ জন তারকা, ৫০ জন মহিলা, ৪২ জন মুসলিম, SC ST মিলিয়ে ৯৫ জন’- দেখে নিন তৃণমূলের রাজনৈতিক সমীকরণ

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে সর্বপ্রথম পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল (tmc)। শুক্রবার দুপুর ২ টোর পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই প্রার্থী তালিকা ঘোষণা করছেন।

মোট ২৯৪ টি আসনের মধ্যে এবারের নির্বাচনে তৃণমূল প্রার্থী দিচ্ছে মোট ২৯১ টি আসনে। ৩ টি আসন ছাড়া হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চার জন্য- এমনটা জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। যারা জিতবেন, তারা তৃণমূলের হয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

mamata 1472824026

তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন ৫০ জন মহিলা সদস্য। রয়েছে টলিউডের একঝাঁক পরিচিত মুখ। বাংলা বিনোদন জগৎ থেকে ৯ জন নতুন তৃণমূল সদস্য এবারের নির্বাচনে টিকিট পেয়েছেন। তফশিলি জাতি- উপজাতি মিলিয়ে মোট ৯৫ জন। যার মধ্যে তফশিলি জাতি (sc) রয়েছেন ৭৯ জন এবং উপজাতির (st) রয়েছেন ১৬ জন। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের রয়েছেন ৪২ জন।

তবে এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় ঠাই হয়নি বেশকিছু পুরনো মুখ সহ ৮০ উর্দ্ধো নেতৃত্বদের। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, দলের এই সকল প্রবীণ সদস্যদের বিধানসভায় গুরুত্বপূর্ণ পদেও পরবর্তীতে দেওয়া যেতে পারে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর