‘আমি জাত গোখরো, এক ছোবলে ছবি’, বিজেপিতে যোগ দিয়েই মন্তব‍্য মিঠুনের

বাংলাহান্ট ডেস্ক: জল্পনা সত‍্যি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) ব্রিগেডে (brigade) বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। ব্রিগেড জনসভায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন মিঠুন। তাঁকে বিজেপিতে যোগদান করিয়ে উত্তরীয় পরিয়ে দেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়।

গেরুয়া শিবিরে যোগ দিয়ে মিঠুন বক্তব‍্য রাখতে গিয়ে বলেন, এই দিনটা তাঁর কাছে স্বপ্নের মতো। তাঁর কথায়, “জীবনে কিছু একটা করার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এটা ভাবিনি যে ভারতের তাবড় তাবড় নেতাদের সঙ্গে মঞ্চে থাকব। কিছুক্ষণ পরেই আসবেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বৃহত্তম নেতা নরেন্দ্র মোদী।”

IMG 20210307 130723
মিঠুন আরো বলেন, “১৮ বছর বয়সে একটা স্বপ্ন দেখেছিলাম। গরিবদের জন্য কিছু করার স্বপ্ন দেখেছিলাম। আজ যেন সেই স্বপ্নটা আবার দেখতে পাচ্ছি। কেউ অধিকার ছিনিয়ে নিতে পারবেন না। আমার মতে, বাংলায় যাঁরা থাকেন, তাঁরা সবাই বাংলার মানুষ। মারব এখানে, লাশ পড়বে শ্মশানে চলবে। আমি জলঢোড়াও নই, বেলেবোরাও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। এবার এটাই হবে।”

মঞ্চে প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে উত্তরীয় প‍রিয়ে স্বাগত জানান মিঠুন। মঞ্চ থেকেই অভিনেতাকে ‘বাংলার ছেলে’ বলে মন্তব‍্য করেন নরেন্দ্র মোদী। এমতাবস্থায় প্রশ্ন উঠছে তবে কি বিজেপির হয়ে বাংলায় মুখ‍্যমন্ত্রীর পদপ্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন মিঠুন?

প্রসঙ্গত, ধুতি পাঞ্জাবি, উত্তরীয় পরে ব্রিগেডে পৌঁছান মিঠুন। নিজের গাড়িতে বেলগাছিয়ার বাড়ি থেকে রওনা হন তিনি। কিন্তু কিছুটা যাওয়ার পরেই তাঁর গাড়ি আটকে যায় জনস্রোতে। মিঠুনের যাওয়ার খবর পেয়ে তাঁকে একবার দেখার উদ্দেশে ভিড় জমায় অনুরাগীরা। এমনকি বাস থেকেও অনেককে নেমে পড়তে দেখা যায়। অবশেষে কিছুক্ষণ আটকে থাকার পর জনস্রোত সরিয়ে ছেড়ে দেওয়া হয় মিঠুনের গাড়ি। প্রধানমন্ত্রীর আগেই ব্রিগেডে পৌঁছে যোগ দেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর