স্বামী রাজমিস্ত্রী, আর স্ত্রী সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে আজ বিজেপির প্রার্থী! চারিদিকে হচ্ছে প্রশংসা

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে। প্রথম দু’দফার জন্য ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। দিল্লীর সদর দফতর থেকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বিজেপির জেনারেল সেক্রেটারি অরুণ সিংহ। বিজেপির এই প্রার্থী তালিকায় সবথেকে বড় বিশেষত হল, এই তালিকায় টলিউডের তারকারা জায়গা পাননি। তালিকায় ভূমিপুত্র আর পিছিয়ে পড়া জাতীদের প্রাধান্য দেওয়া হয়েছে বেশি।

আরেকদিকে, নন্দীগ্রামে তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকেই প্রার্থী করা হয়েছে। বিজেপির প্রার্থী তালিকায় তারকা বলতে একজনই। আর তিনি হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা। তবে ওনাকে এক জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে আরেক জায়গায় প্রার্থী করেনি বিজেপি। অশোক দিন্দা ময়নার ভূমিপুত্র। সেখানেই ওনার জন্ম। আর সেখান থেকেই তিনি প্রার্থী।

বিজেপির গতকালের প্রার্থী তালিকায় সবথেকে বেশি নজর কেড়েছেন যিনি, তিনি হলেন শালতোড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন চন্দনা বাউরি। একজন সাধারণ রাজমিস্ত্রীর স্ত্রী চন্দনা বাউরি এখন হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। বিজেপির কর্মী সমর্থকরা ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর কদমে প্রচার চালাচ্ছেন। বিজেপির দাবি, সমাজের সর্বস্তরে থেকে রাজনীতির আঙিনায় প্রতিনিধি তুলে এনেছি আমরা। বিজেপি নেতারা জানায়, পরিবারের গণতান্ত্রিক চেতনা, সোনার বাংলা গড়ে তুলবে বাঙালি সমাজের প্রতিটা স্তর।

157626886 1384078498618967 3346929914970936636 n

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির এই প্রার্থী তালিকায় কোনও চমক না থাকলেও রয়েছে তুখর রণনীতি। তাঁদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত আক্রমণকে ভোঁতা করতেই ভূমিপুত্রদের প্রার্থী করেছে মোদী-শাহ। আর সবথেকে উল্লেখনীয় বিষয় হল, বিজেপির তালিকায় স্থান পেয়েছে আদিবাসী, তপশিলি জাতি-উপজাতি প্রার্থী।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর