যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ড্র হয় তাহলে কি হবে? কার হাতে উঠবে ট্রফি?

বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডকে 3-0 ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ফাইনালে নিউজিল্যান্ড এর মুখোমুখি হবে ভারত। এই বছরের 10 ই জুন থেকে 14 ই জুন ইংল্যান্ডের লর্ডসে হবে ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচের পরেই ঠিক হয়ে যাবে বিশ্ব টেস্ট ক্রিকেটের রাজা কোন দল। যেহেতু এটি টেস্ট ম্যাচ তাই ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি ড্র হয় তাহলে কি হবে? কোন দলের হাতে তুলে দেওয়া হবে ট্রফি?

আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচটি যদি কোন কারণবশত ড্র বা টাই হয় তাহলে ভারত এবং নিউজিল্যান্ড এই দুই দলকেই যুগ্মভাবে জয়ী ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন দুজনে একসাথেই চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলে নেবেন।

1615089197 virat williamson

যেহেতু ইংল্যান্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কথা চিন্তা ভাবনা করে রিজার্ভ ডে-ও রাখা হয়েছে। যদি বৃষ্টির কারণে বা অন্য কোন কারণে খেলা বন্ধ থাকে তাহলে সেই খেলা চলে যাবে অতিরিক্ত দিনে। তবে অতিরিক্ত দিনের খেলা তখনই হবে যদি কোনো কারণবশত প্রত্যেক দিন 6 ঘন্টা করে পাঁচ দিনে মোট 30 ঘন্টা খেলা না হয় কিংবা প্রত্যেকদিন যদি 90 ওভার করে পাঁচ দিনে মোট 450 ওভার খেলা না হয়।

Udayan Biswas

সম্পর্কিত খবর