বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে বড় বদল, ICC-কে একহাত নিলেন রবি শাস্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ করোনা আবহে যখন দীর্ঘদিন ক্রিকেট বন্ধ ছিল সেই সময় হঠাৎই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার নিয়মের পরিবর্তন করে। পয়েন্টের বদলে শতাংশের হিসাব করে তালিকা তৈরি করা হয়। আর সেই হিসেবে প্রথম দুই দল ফাইনাল যাবে। শতাংশের হিসাব করে লীগ তালিকা প্রকাশ করার পরে ভারত প্রথম স্থান থেকে সরাসরি চলে যায় তৃতীয় স্থানে।

n259582842c161a2a093cf4f6be614c14024b1aee16a623df88d63cb5308ed6ddbf258b9b2 2

তারপরই আইসিসির নিয়ম নিয়ে সরব হন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী দাবি করেন আমরা এই দেশে ওই দেশে গিয়ে তাদের ঘরের মাটিতে সেই সমস্ত দেশকে হারিয়ে পয়েন্ট যোগাড় করলাম আর করোনা পরিস্থিতিতে হঠাৎ করে আইসিসি নিয়ম বদলে দিল। যার ফলে আমাদের ওতো পয়েন্ট তোলার আর কোন মানেই রইল না, এটা ভারতে সঙ্গে অবিচার করা হল।

n2573339848802b7c3db49ec341f632f1579c02c0c92cf64b5b2bb276ea2405f9ef50149eb 1

এছাড়াও শাস্ত্রী দাবি করেন অস্ট্রেলিয়াকে গত 10 বছরে তাদের ঘরের মাটিতে কটা দেশে ছড়িয়েছে সেটা বলা খুবই মুশকিল। সেই কাজটা পরপর দুবার করে দেখিয়েছে ভারতীয় দল। তাহলে ভারতের সেই সব জেতার কোন মানেই রইল না। সেই সময় আইসিসির বিচারে ভারত কে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হত তাহলে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে হারানোর পর দেশে ফিরে ইংল্যান্ডকে হারাতে হত। এছাড়া অস্ট্রেলিয়ায় যদি ভারত হেরে যেত এবং ইংল্যান্ডকে 4-0 ব্যবধানেও হারাতো তার সত্বেও ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া হত না। যদিও ভারতীয় দল এই দুটি অসম্ভবকেই সম্ভব করে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। তবে সেই পরিস্থিতি থেকে বিচার করলে পরপর দুটো সিরিজ খুবই কঠিন ছিল ভারতের কাছে। আর সেই কারণেই আইসিসির নিয়ম নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী।

Udayan Biswas

সম্পর্কিত খবর