ফের শিরোনামে ‘টুম্পা শোনা’, এবার নতুন বউকে গানের তালে তুমুল নেচে বরণ শাশুড়ীর

বিয়ের পর ছেলে-বউকে ঘরে বরণ করার রীতি দীর্ঘদিনের। তবে রবীন্দ্র সঙ্গীতে যেমন আধুনিক গানের সুর মেলানো হচ্ছে। ঠিক তেমনই নতুন বৌ ও ছেলেকে বরণ করার রীতিও ধীরে ধীরে পাল্টানোর নজির আজকাল দেখতে মেলে।

তবে সেই বরণ যখন দারুণ লোকপ্রিয় ‘টুম্পা সোনা’ গানে নেচে হয়, তখন তা চোখে পড়ার মত হয়ে ওঠে। আর নাচ যখন স্বয়ং শাশুড়ির হয়, তখন তো তার আর তুলনায় হয়না। সম্প্রতি এমনই এক বরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেট জনতারা।

tumpa IMG 20210307 WA0158 780x470 1

ভিডিও টিতে দেখা যাচ্ছে, শাশুড়ি নতুন বউ আর ছেলে কে হাতে বরণ ডালা নিয়ে বরণ করছে। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় ‘টুম্পা সোনা’ গান। গানের তালে কোমর দুলিয়ে শাক বাজিয়ে হুলু দিয়ে বরণ হচ্ছে নববধূ।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, নানা মুনির নানা প্রতিক্রিয়া দেখতে মিলছে। কেউবা নেহাতই মজার ছলে নিচ্ছেন, তো কেউ হয়ে উঠছে রেগে তেলে বেগুন।

 

সম্পর্কিত খবর