চেনাই যাচ্ছে না বেবোকে! দ্বিতীয় সন্তানের জন্মের পর নতুন লুকে হাজির ‘হট মাম্মা’ করিনা

বাংলাহান্ট ডেস্ক: গত মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। এখন সদ‍্যোজাতর যত্ন আত্তিতেই ব‍্যস্ত তিনি। এখনি শুটিং ফ্লোরে না ফিরলেও নিজের খেয়াল রাখতেও ভুলছেন না ‘নতুন মাম্মা’। সন্তান জন্মের পর এবার এক্কেবারে নতুন লুকে ধরা দিয়েছেন করিনা।

লম্বা চুল কেটে ছোট করে ফেলেছেন অভিনেত্রী। লং বব হেয়ারস্টাইলে অনুরাগীদের মন জয় করে নিচ্ছেন তিনি। ডেলিভারির প‍র যেন আরো গ্ল‍্যামার বেড়ে গিয়েছে করিনার। নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলেও নিজের নতুন লুকের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ইতিমধ‍্যেই ভাইরাল সেই ছবি।

kareenakapoorkhan41597230529
সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবসের দিন নিজের দ্বিতীয় সন্তানের ছবি শেয়ার করেন বেবো। তবে এখনি ছোট ছেলের মুখ দেখাননি তিনি। ছেলেকে কোলে নিয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। ক‍্যাপশনে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘এমন কোনো কাজ নেই যা মহিলারা করতে পারেন না।’

https://www.instagram.com/p/CMPF_POFDf7/?igshid=1a2trf5wpeklt

দ্বিতীয় সন্তানের জন্মের কয়েকদিন পর হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বেরোতে দেখা যায় সইফ, তৈমুর ও করিনাকে। তবে পাপারাৎজির সামনে পোজ দেননি অভিনেত্রী। ন‍্যানির কোলে ছিল ছোট্ট নবাব পুত্র। গাড়ির কাঁচের বাইরে থেকেই তার দিকে ক‍্যামেরা তাক করে পাপারাৎজি। তবে উলটো দিকে ফিরে থাকায় তার মুখ দেখার সুযোগ একেবারেই ছিল না। ক‍্যামেরার ফোকাসে আসে সদ‍্যোজাতর এক মাথা চুল।

https://www.instagram.com/p/CMPIRr9l6Ew/?igshid=1mt3zajk82xyt

গাড়িতে বাবা সইফের কোলে বসে ক‍্যামেরার দিকে তাকাতে দেখা যায় তৈমুরকেও। এর আগে সদ‍্যোজাতর কথা বলতে গিয়ে রণধীর কাপুর বলেছিলেন, সব শিশুদেরই তাঁর এক রকম লাগে। তবে সবাই বলছে করিনার দ্বিতীয় সন্তানকে নাকি তৈমুরের মতোই দেখতে হয়েছে।

অপরদিকে ইতিমধ‍্যেই করিনার দ্বিতীয় পুত্র সন্তানকে নিয়ে ট্রোল শুরু হয়ে গিয়েছে নেট জগতে। টুইটারে রীতিমতো ট্রেন্ড করতে শুরু করেছে চেঙ্গিস খাঁ ও ঔরঙ্গজেব। করিনাকে নেটিজেনদের প্রস্তাব, প্রথম ছেলের নাম তৈমুর রেখেছিলেন। এবার তাহলে দ্বিতীয় জনের নাম ঔরঙ্গজেব বা চেঙ্গিজ রাখুন। নবাব পরিবারের দ্বিতীয় উত্তরাধিকারীর জন্ম হতে না হতেই তুমুল ট্রোলের মুখে পড়তে হয়েছে সইফ করিনা সহ নবজাতককে।

Niranjana Nag

সম্পর্কিত খবর