দেশজুড়ে পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি অব্যহত। তা নিয়ে দেশের একাধিক রাজ্য থেকে আমজনতা ইতিমধ্যেই সরব হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। তবে উত্তরপ্রদেশের বারাণসীর আইনজীবী হেমা, পেট্রোপণ্য মহার্ঘ্য এর প্রতিবাদে বেছেনিলেন অভিনব পদ্ধতি। ঘোড়ার পিঠে চেপে ওই আইনজীবী পৌঁছায় কোর্টে। যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে।
আইনজীবী হেমা জানিয়েছেন, তিনি একটি ঘোড়া কিনতে চান, আর গাড়ির পরিবর্তে সেটি চেপেই তিনি নিজের কর্মস্থলে যাতায়াত করবেন। এমনকি তিনি এটির জন্য ট্রাফিক পুলিশের দ্বারা পরিচালিত ঘোড়ার চড়া প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তির হওয়ার আবেদনও করেন।
জানা যাচ্ছে, তিনি এই আবেদন জমা দেওয়ার জন্য তার আবাসস্থল থেকে দীর্ঘ ২০ কিলোমিটার ঘোড়ার পিঠে চড়ে চলে আসেন। আসার পথে তিনি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করতে থাকেন। যা দেখে তাজ্জব নেট জনতা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মহিলা আইনজীবী জানান, পেট্রোল-ডিজেলের মূল্য যে হারে বৃদ্ধি পেতে শুরু করেছে, তাতে আমজনতার মতই তাকেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই তার প্রতিবাদ জানাতেই এই অভিনব পথ বেছে নেন বলে জানান তিনি। তার দাবি, পেট্রোল-ডিজেলের মূল্য অবিলম্বে হ্রাস করা হোক, যাতে গাড়ি ব্যবহার করে কর্মস্থলে যাতায়াত করতে মানুষজন সক্ষম হয়।