বাংলাহান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সুস্থতা কামনায় বাঁকুড়ার (bankura) এক্তেশ্বর ধামে পুজো দিলেন অভিনেত্রী তথা তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (sayantika banerjee)। বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন রাতটা নন্দীগ্রামেই কাটানোর কথা ছিল তাঁর কিন্তু সন্ধ্যেবেলায় আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী।
তড়িঘড়ি তাঁকে কলকাতায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন চার পাঁচজন যুবক ইচ্ছাকৃত ধাক্কা মেরেছে তাঁকে। এই মুহূর্তে SSKM এ ভর্তি রয়েছেন তিনি। পায়ে লাগানো।হয়েছে প্লাস্টার। মুখ্যমন্ত্রীর চোট গুরুতর বলেই জানানো হয়েছে চিকিৎসকদের তরফে।
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনায় বাঁকুড়ায় পুজো দিলেন সায়ন্তিকা। শিবরাত্রির দিন নিজের নির্বাচনী বিধানসভা কেন্দ্র বাঁকুড়ার এক্তেশ্বর ধামে পুজো দেন তিনি। স্থানীয় তৃণমূলের কর্মীদের নিয়ে পুজো দিতে যান সায়ন্তিকা।
এদিনের সব ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শিবরাত্রির পাবণ তিথিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্রুত আরোগ্য কামনায় বাঁকুড়ার মা-বোনেদের নিয়ে এক্তেশ্বর ধামে পূজা নিবেদন।’
https://www.facebook.com/506140022817482/posts/3698061256958660/
বুধবার রীতিমতো মিছিল করে বাজনা বাজিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান সায়ন্তিকা। স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান অভিনেত্রী। বাঁকুড়ার হিন্দু হাইস্কুল মোড় থেকে শুরু হয় মিছিল। সায়ন্তিকাকে দেখতে রাস্তার দু পাশে নেমেছিল মানুষের ঢল। তাদের উদ্দেশে ফ্লাইং কিস ছুঁড়ে দিতেও দেখা যায় সায়ন্তিকাকে। বাজনার সঙ্গে সঙ্গে নাচও জুড়ে দেন তিনি।
গত মঙ্গলবার বাঁকুড়ায় এসে পৌঁছান সায়ন্তিকা।
নিজের নির্বাচনী বিধানসভা কেন্দ্রে পৌঁছেই প্রথমে স্থানীয় মহামায়া মন্দিরে পুজো দিতে যান সায়ন্তিকা। তারপর বাঁকুড়ার প্রয়াত প্রাক্তন বিধায়ক কাশীনাথ মিশ্রর বাড়িতে যান তিনি।