বাংলাহান্ট ডেস্কঃ সপ্তাহের শেষের দিকে এসে শুক্রবারে আবারও কমল সোনার দাম (gold price)। ফের ৪৪ হাজারের ঘরে দাঁড়াল সোনার দামের গ্রাফ। ফেব্রুয়ারী মাসের শুরু থেকেই বেশ নিম্নমুখী হয়েছে সোনার গ্রাফ। সেই রেশ অব্যাহত রেখেই আজ আবারও কমল সোনার দাম।
স্বর্ণ বাজারের ক্রমাগত এই ধস দেখে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটেছে মধ্যবিত্তের। শুক্রবার বিকেল ৪ টা অবধি দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল।
সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪৩০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৩০ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৬৯৪০ টাকা এবং ১ গ্রামের ৪৬৯৪ টাকা।
অন্যদিকে দিল্লীতেও সোনার দামের গ্রাফ নেমে দাঁড়িয়েছে পুরোপুরি ৪৪ হাজারের ঘরে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪০০ টাকা।
ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪১৮৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৮৫ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দাম কমলেও বেড়েছে রূপোর দাম। ১০ গ্রাম দাম পড়েছে ৬৭.৬০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৭৬ টাকা।