বদলে যাচ্ছে আপনার বেতন কাঠামো! লাগু হচ্ছে কেন্দ্রের নয়া নিয়ম

চলতি আর্থিক বছরের শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন নয়া মজুরি বিল। যার ফলে সমগ্র বেতন কাঠামোয় আসতে চলেছে বড়সড় পরিবর্তন। ১ এপ্রিল থেকে লাগু হচ্ছে নয়া এই বিল।

নয়া এই আইন অনুসারে, বেসিক স্যালারি এবার হতে চলেছে সিটিসির পঞ্চাশ শতাংশ বা তারও বেশী। এই আইনে বলা আছে, বেসিক স্যালারি যদি সিটিসির পঞ্চাশ শতাংশের কম হয়, তাহলে তা বদলে যাবে। সুতরাং এটা নিশ্চিৎ যে, বেসিক স্যালারি বাড়লে, তার সঙ্গে সিটিসিও বাড়তে চলেছে। তবে এর পাশাপাশি, এখন থেকে পিএফ গ্রাচুইটি, ডিএ, রেন্ট ও ট্রাভেল অ্যালোয়্যান্স পঞ্চাশ শতাংশের বেশি হবে না।

Nirmala 3

জানিয়ে দি, নতুন শ্রম আইনের মাধ্যমে বাড়তে চলেছে পিএফ-ও। বর্তমান আইন অনুসারে, বেসিক স্যালারির ১২ শতাংশ পিএফ কাটা হয়। তবে নয়া আইন অনুযায়ী বেসিক স্যালারি বাড়লে, তার সাথে সাথে পিএফ-ও সমান অনুপাতে বাড়তে বাধ্য।

Money

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের পূর্ব ঘোষিত ট্রাভেল কানেকশনে ছাড়ের জন্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবার ক্রয়সামগ্রীর উপরে কর ছাড়ের সুবিধাও পেতে চলেছেন। অন্যদিকে একটি কোম্পানিতে কেউ একবছর কাজ করলে এবার থেকে পেয়ে যাবেন গ্র্যাচুইটি। যা আগে নূন্যতম পাঁচ বছর একই কোম্পানি তে কাজ করলে পাওয়া যেত।

সম্প্রতি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে একাধিক খবর সংবাদমাধ্যমে ঘোরাঘুরি করছে। তা হল, বর্ধিত ডিএ এবার মিটিয়ে দেওয়া হতে পারে।


সম্পর্কিত খবর